অপেক্ষার অবসান এসে গেলো স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর যুক্ত iQoo কোম্পানীর নতুন ফোন।

Vivo কোম্পানীর সাব ব্র্যান্ড iQoo নিয়ে আসতে চলেছে তাদের iQoo Z9 সিরিজের দুটি নতুন স্মার্টফোন।

অপেক্ষার অবসান এসে গেলো স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর যুক্ত iQoo কোম্পানীর নতুন ফোন।

Photo Credit: iQoo

হাইলাইট
  • iQoo Z9s সিরিজের ফোনগুলি Vivo-এর গ্রেটার নয়ডা ফ্যাসিলিটি দ্বারা তৈরি ক
  • হ্যান্ডসেটগুলো ফ্ল্যাম্বয়েন্ট অরেঞ্জ এবং লাক্স মার্বেল এই দুই বৈশিষ্ট্
  • এগুলি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে।
বিজ্ঞাপন

আগামী 21 শে আগস্ট আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ হতে চলেছে iQoo কোম্পানীর দুটি নতুন স্মার্ট ফোন। iQoo Z9s 5g এবং iQoo Z9s Pro 5g। রিপোর্ট অনুযায়ী বাজারে লঞ্চিং করার আগে iQoo কোম্পানীর নতুন iQoo Z9s সিরিজের ফোনগুলির দামের বিবরন এবং স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি ভ্যানিলা iQoo Z9s 5G স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC- প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটিতে iQoo Z9s 5G-তে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপ সংযুক্ত থাকবে। Vivo কোম্পানীর গ্রেটার নয়ডা ফ্যাসিলিটিতে তৈরি করা হবে এই নতুন স্মার্ট ফোনটি। iQoo Z9 সিরিজের ফোনগুলি অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে।

দেখে নেওয়া যাক এটির দাম এবং উপলব্ধতা: 

বিগত 5 আগস্ট সোমবার, Vivo সাব ব্র্যান্ড একটি প্রেস মিটিংয়ে মাধ্যমে জানান যে, ভারতে 5g সমৃদ্ধ iQoo Z9s এবং iQoo Z9s pro ফোন দুটি পাওয়া যাবে 25,000 টাকায়। এটি অ্যামাজন এর মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন।

iQoo Z9s 5G এবং iQoo Z9s Pro 5G এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য: 

iQoo Z9s সিরিজের  ফোন গুলিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটির বডির পরিমাপ 7.49mm।এটিতে ভ্যানিলা মডেলের স্ক্রীন আছে। এটির সর্বাধিক উজ্জ্বলতা 4,500 nit। iQoo Z9s সিরিজের ফোনগুলি MediaTek Dimensity 7300 SoC বৈশিষ্ট্যযুক্ত হবে বলে নিশ্চিত করা হয়েছে।হ্যান্ডসেটটি Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 8,00,000 এর মধ্যে এটি 7,00,000 এর বেশী স্স্কোর অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে।এটিতে হ্যান্ডসেটির বিশ্বাসতা বৃদ্ধি পাবে।

ফোনটিগুলিতে সুপার নাইট মোড সহ Sony IMX882 সেন্সর যুক্ত 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা আছে এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা আছে।এটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) পদ্ধতি নিযুক্ত আছে। এটি এই পদ্ধতির দ্বারা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ফোনগুলোর ক্যামেরা AI ইরেজ এবং AI ফটো এনহান্স ফিচার দ্বারা সজ্জিত।
এই স্মার্ট ফোনগুলি ফ্ল্যাম্বয়েন্ট অরেঞ্জ এবং লাক্স মার্বেল এই দুই বৈশিষ্ট্যে পাওয়া যাবে।

এই নতুন স্মার্ট ফোনটি 5,500mAh ব্যাটারি দ্বারা সজ্জিত বলে কোম্পানী দ্বারা নিশ্চিত করা হয়েছে।
iQoo কোম্পানী দ্বারা বলা হয়েছে যে, iQoo Z9 সিরিজের ফোনগুলি Vivo কোম্পানীর-র গ্রেটার নয়ডা ফেসিলিটির মাধ্যমে তৈরি করা হবে । এই নতুন স্মার্ট ফোনটি আগামী 21শে আগস্ট ভারতে উন্মোচন করা হবে। অ্যামাজন তার একটি ডেডিকেটেড ওয়েবপেজের মাধ্যমে এটির লঞ্চিং অনুষ্ঠান টিজ করেছেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung-এর প্রিমিয়াম স্মার্টফোন নতুন বছরের শুরুতেই 59,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, কোথায় পাবেন জেনে নিন
  2. Poco M8 5G কার্ভড 3D স্ক্রিনের সঙ্গে লঞ্চ হচ্ছে, 6 বছর সফটওয়্যার আপডেট মিলবে
  3. Oppo Reno 15 সিরিজ ভারতে 8 জানুয়ারি লঞ্চ হচ্ছে, 200MP ব্যাক ক্যামেরা ও 50MP সেলফি ক্যামেরা থাকবে
  4. Samsung আনছে 20,000mAh ব্যাটারির স্মার্টফোন? টেস্টিং শুরু হতেই প্রবল জল্পনা
  5. 2026 সালে AI কেড়ে নিতে পারে এই সমস্ত চাকরি, ভয় ধরাবে Microsoft-এর রিপোর্ট
  6. BSNL-এর মাস্টারস্ট্রোক, নেটওয়ার্ক না থাকলেও করা যাবে ফোন, পুরো ফ্রি-তে!
  7. 6000mAh ব্যাটারি ও AI অ্যাসিস্ট্যান্টের সঙ্গে লঞ্চ হল Oppo A5m 5G, এক ক্লিকে সমস্ত ফিচার্স জেনে নিন
  8. WhatsApp: হ্যাপি নিউ ইয়ার মেসেজ পেলে সাবধান, ক্লিক করলে হ্যাক হতে পারে ফোন, সতর্ক করল পুলিশ
  9. বছরের শেষে Samsung-এর দুর্দান্ত 5G স্মার্টফোন মিলছে 12,000 টাকা সস্তায়, দাম বাড়ার আগে কিনে ফেলুন
  10. Oppo Find X9s মার্চে বাজারে আসতে পারে, 200MP + 200MP ডুয়াল ক্যামেরায় কাঁপাবে বাজার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »