শুরু হল Amazon Fab Phones Fest Sale। 30 অগাস্ট পর্যন্ত Amazon.in এ এই সেল চলবে। স্মার্টফোন ও অ্যাকসেসারিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত 500 টাকা ছাড়। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজাকশানে থাকছে আরও 250 টাকা ছাড়। এর সাথে মাসের শেষে Amazon সেলে নো কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার আর ড্যামেজ প্রোটেকশন অফার পাওয়া যাবে।
1,000 টাকা সস্তা হয়ে 13,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy M30 ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। 3GB RAM + 32 GB স্টোরেজে Galaxy M20 ফোন কিনতে খরচ হবে 9,990 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 11,990 টাকা।
মাসের শেষে স্মার্টফোনে ধামাকা সেল নিয়ে হাজির Flipkart
Amazon সেলে সস্তা হবে Honor 9N। 8,499 টাকা থেকে এই ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। 4GB RAM + 128GB স্টোরেজে Honor 9N কিনতে 10,999 টাকা খরচ হবে। Redmi Y2 ফোনের দাম কমে হয়েছে 7,999 টাকা।
3GB RAM + 64GB স্টোরেজে Redmi 6 কিনতে খরচ হবে 6,999 টাকা। 2GB RAM + 16GB স্টোরেজে Redmi 6A এর দাম কমে হয়েছে 6,199 টাকা। 8,999 টাকায় পাওয়া যাচ্ছে 4GB RAM + 64GB স্টোরেজের Redmi 6 Pro।
4GB RAM + 64GB স্টোরেজে Mi A2 পাওয়া যাচ্ছে 9,.999 টাকায়। 6GB RAM + 128GB স্টোরেজে Mi A2 কিনতে 12,999 টাকা খরচ হবে।
Mi Super Sale: বিভিন্ন স্মার্টফোনে অবিশ্বাস্য অফার নিয়ে এল Xiaomi
প্রিমিয়াম সেগমেন্টেও এই সেলে একাধিক স্মার্টফোন সস্তা হয়েছে। 58,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে iPhone XR। সস্তা হয়েছে Huawei Mate 20 Pro, Oppo R17, Honor View 20, Oppo Reno, LG V40 আর Oppo R17 Pro। OnePlus 7 আর OnePlus 7 Pro গ্রাহকদের জন্য থাকছে 12 মাসের নো কস্ট ইএমআই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন