মাসের শেষে আবার দুর্দান্ত সেল নিয়ে হাজির Xiaomi। Mi Super Sale এ Redmi Note 7 Pro, Redmi Note 6 Pro, Redmi Y3, Mi A2 আর Poco F1 ফোনে বিভিন্ন অফার থাকছে। এই সেলে সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Xiaomi Mi A2 আর Redmi Y2। এছাড়াও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন Xiaomi ফোন কিনলে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। কয়েকটি ফোনের সাথে কম দামে Mi Protect দিচ্ছে Xiaomi।
11,999 টাকায় 4GB RAM + 64GB স্টোরেজের Redmi Note 6 Pro পাওয়া যাবে। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 12,999 টাকা। সাথে থাকছে বিভিন্ন ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই আর পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে অতিরিক্ত ডিসকাউন্ট।
Amazon Fab Phones Fest Sale: বিভিন্ন স্মার্টফোনে পাবেন 40 শতাংশ পর্যন্ত ছাড়
9,999 টাকায় পাওয়া যাচ্ছে Mi A2। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Mi A2 কিনলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। 6GB RAM ভেরিয়েন্টে Mi A2 কিনতে 12,999 টাকা খরচ হবে।
3GB RAM + 32GB স্টোরেজে Redmi Y2 কিনতে 7,499 টাকা খরচ হবে। টপ এন্ড ভেরিয়েন্টে Mi A2 এর দাম কমে হয়েছে 7,999 টাকা।
মাসের শেষে স্মার্টফোনে ধামাকা সেল নিয়ে হাজির Flipkart
এই সেলে Redmi Note 7 Pro আর Redmi Y3 ফোনের দাম না কমলেও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই দুই স্মার্টফোন কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। HDFC ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো-কস্ট ইএমআই। Poco F1 ফোনও সস্তা হয়নি। তবে Poco F1 কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় দিচ্ছে Xiaomi।
31 অগাস্ট পর্যন্ত Xiaomi স্মার্টফোনে এই অফারগুলি চলবে। এছাড়াও Flipkart এ মাসের শেষে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। সেই সেলে সস্তা হয়েছে Vivo Z1 Pro, Asus 5Z সহ বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন