এই সেলে এন্ট্রি লেভেল থেকে প্রিমিয়াম সব ফোনেই বিশেষ ছাড় দেবে চিনের স্মার্টফোন কোম্পানিটি। Honor 10, Honor 9i, Honor 9 Lite, Honor 9N, Honor 7S আর Honor 7A ফোনে পাওয়া যাবে 1,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত ছাড়।
Honor 10 ফোনে থাকছে 8,000 টাকা ডিসকাউন্ট
Flipkart এর সাথে হাত মিলিয়ে আবার Honor Days Sale নিয়ে হাজির হল Huawei এর সাব ব্র্যান্ড Honor। 13 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই সেল চলবে। এই সেলে এন্ট্রি লেভেল থেকে প্রিমিয়াম সব ফোনেই বিশেষ ছাড় দেবে চিনের স্মার্টফোন কোম্পানিটি। Honor 10, Honor 9i, Honor 9 Lite, Honor 9N, Honor 7S আর Honor 7A ফোনে পাওয়া যাবে 1,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত ছাড়। নভেম্বর মাসেও একই ধরনের সেল নিয়ে হাজির হয়েছিল Flipkart ও Honor।
Honor Days Sale এ 32,999 টাকার Honor 10 স্মার্টফোন 8,000 টাকা ডিসকাউন্টে মাত্র 24,999 টাকায় পাওয়া যাচ্ছে। 14,999 টাকার Honor 9i পাওয়া যাচ্ছে 11,999 টাকায়। এই ফোনে 3,000 টাকা ডিওকাউন্ট দিচ্ছে Honor।
Honor 9 Lite ফোনের 4GB/64GB আর 3GB/32GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টাকা আর 10,999 টাকা। এই সেলে এই দুটি ফোনে যথাক্রমে 11,999 ও 9,999 টাকায় পাওয়া যাচ্ছে। 13,999 টাকার 4GB/64GB ভেরিয়েন্টের Honor 9N 11,999 টাকায় ও 3GB RAM/32GB ভেরিয়েন্টের Honor 9N 10,999 টাকার পরিবর্তে 8,999 টাকায় পাওয়া যাচ্ছে।
এন্ট্রি লেভেলে Honor 7S ফোনের দাম 6,999 টাকা থেকে কমে হয়েছে 5,999 টাকা। 8,999 টাকার পরিবর্তে Honor 7A কিনতে খরচ হবে 7,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
BMSG FES’25 – GRAND CHAMP Concert Film Now Streaming on Amazon Prime Video
Bridgerton Season 4 OTT Release Date: When and Where to Watch it Online?