Photo Credit: Honor
একজন টিপস্টারের একটি পোস্ট শেয়ার করেছেন,যেখানে বলা হয়েছে Honor 300 Ultra-হ্যান্ডসেটটি,বর্তমানে তৈরির পদ্ধতিতে থাকতে পারে।এই চিনা স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই Honor 300 এবং Honor 300 Pro-এর লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে।বর্তমানে উপরোক্ত দুটি হ্যান্ডসেটই চীনে প্রীঅর্ডারের জন্য উপলব্ধ আছে,কিন্তু কোম্পানি আলট্রা মডেলটি নিয়ে কোনো কিছু উল্লেখ করেনি।অন্যদিকে Weibo-তে Honor 300 Ultra-র দুটি ছবি প্রকাশিত হয়েছে এবং এই চিনা মাইক্রোব্লগিং ওয়েবসাইটটিতে এটির ডিজাইন এবং রঙের বিকল্পগুলি দেখা যাচ্ছে।
একটি Weibo-পোস্টের মাধ্যমে টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন(চিনাভাষা থেকে অনুবাদ করা)আলোচিত Honor 300 Ultra-হ্যান্ডসেটটির ডিজাইন ফাঁস করেছে।কোম্পানী চীনে Honor 300 এবং Honor 300 Pro,লঞ্চের কথা বললেও সেইসময় কোম্পানী এটির বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেনি। কথিত হ্যান্ডসেটটি আসন্ন সিরিজের সাথে যুক্ত হয়েও আসতে পারে,আবার পরবর্তী কোনো সময়েও লঞ্চ হতে পারে।
ফাঁস হওয়া Honor 300 Ultra-র ছবি দেখে মনে হচ্ছে,এটি অনেকাংশে Honor 300 Pro-এর মতো দেখতে হতে পারে। ছবিতে দেখা যাচ্ছে,ফোনটির পিছনের অংশে একটি ষড়ভূজ আকৃতির ক্যামেরা আইল্যান্ড আছে ,যারমধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট অবস্থিত।স্মার্টফোনটিতে একটি বক্র ডিসপ্লে আছে,এবং এটির রিয়ার প্যানেলটিকে কালো এবং সাদা রঙের বিকল্পে দেখা যাচ্ছে,যেখানে দ্বিতীয়টিতে পেইন্টের মতো টেক্সটচার আছে।
Honor 300 Ultra-র কোনো স্পেসিফিকেশন না জানা গেলেও এরপূর্বে Honor 300 এবং Honor 300 Pro-এর স্পেসিফিকেশন অনলাইনের মাধ্যমে ফাঁস হয়েছিল।সম্প্রতি ডিজিট্যাল চ্যাট স্টেশন বলেছে যে,Honor 300 সিরিজটি 1.5K OLED স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে।অনুমান করা হচ্ছে প্রো মডেলটি,Snapdragon 8 Gen 3-চিপসেট দ্বারা চালিত হবে।
টিপস্টারের মতে,প্রো মডেলটিতে,একটি 50মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।Honor 300-সিরিজটি 100W-এর তারযুক্ত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করতে পারে আবার সিরিজটিতে তারবিহীন চার্জিং ব্যবস্থাও থাকতে পারে।
সেইসময় টিপস্টার বলেছিলেন যে,Honor-এর সিরিজটিতে কোনো আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি,তবে আশা করা যাচ্ছে চীনে Honor 300 এবং Honor 300 Pro-এর লঞ্চের সময়সীমার মধ্যেই এটি সম্মন্ধে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন