Honor Win Series features a 10,000mAh battery
Photo Credit: Honor
Honor Win ও Honor Win RT বর্ষশেষে অবিশ্বাস্য হার্ডওয়্যার ও ধামাকাদার ফিচার্সের সঙ্গে লঞ্চ হয়েছে। দুই ফোনেই 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। এই বছর যে সমস্ত মূলধারার মোবাইল ফোন বাজারে এসেছে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় ব্যাটারি। Honor Win সিরিজ 185 হার্টজ রিফ্রেশ রেট, 16 জিবি র্যাম, NFC, Wi-Fi 7, অ্যাক্টিভ কুলিং সিস্টেম, জল ও ধুলো প্রতিরোধী ফ্রেম, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো বৈশিষ্ট্যের সঙ্গে এসেছে। Honor Win মডেলটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে রান করে Honor Win RT চলে Snapdragon 8 Elite চিপসেটে। চলুন দুই ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Honor Win ও Honor Win RT উভয়ের সামনে 6.83 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,272 x 2,800 পিক্সেল), 6,000 নিট পিক ব্রাইটনেস, HDR, এবং 185 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। দুই ফোনেই Android 16 নির্ভর MagicOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে। ফোনগুলি 10,000mAh ব্যাটারি পেয়েছে যা 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং অফার করে। Honor Win মডেলে অতিরিক্ত ফিচার হিসেবে 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যায়।
দুই স্মার্টফোনের সেলফি ক্যামেরা এক, তফাৎ রিয়ার ক্যামেরায়। Honor Win মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স (Sony IMX856), এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। Honor Win RT টেলিফটো ক্যামেরা পায়নি। বাকি দুই ক্যামেরা হল 1/1.56 ইঞ্চির 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ম্যাক্রো ক্যামেরা।
এছাড়াও, Honor-এর দুই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ইনফ্রারেড রিমোট (IR) কন্ট্রোল, 3,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 + IP69K স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 25,000 আরপিএম কুলিং ফ্যান, ও 1 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ।
Honor Win-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম চীনে 3,999 ইউয়ান (প্রায় 51,100 টাকা)। 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 512 জিবি এবং 16 জিবি + 1 টিবি মডেলের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 57,000 টাকা), 4,799 ইউয়ান (প্রায় 61,300 টাকা), ও 5,299 ইউয়ান (প্রায় 67,700 টাকা)।
অন্য দিকে, Honor Win RT দাম 2,699 ইউয়ান (প্রায় 34,456) থেকে শুরু হয়ে 3,999 ইউয়ান (প্রায় 51,065 টাকা) পর্যন্ত গিয়েছে। কোম্পানি লঞ্চ অফারের অধীনে প্রতিটি স্টোরেজ ভার্সনে 100 ইউয়ান (প্রায় 1,270 টাকা) ডিসকাউন্ট দিচ্ছে। ফোনগুলি চীনের বাইরে কবে লঞ্চ হবে, তা এখনও ঘোষণা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.