Huwei Mate 80 Series could succeed the Mate 70 Series (Pictured)
Photo Credit: Huawei
সময়ের সাথে তাল মিলিয়ে উন্নত হচ্ছে স্মার্টফোন। আর মুঠোফোনের ক্ষমতা বাড়তেই বেশি র্যামের প্রয়োজন পড়ছে। র্যাম যত বেশি হয়, গেমিং বা মাল্টিটাস্কিং ততটাই দ্রুততার সঙ্গে করা যায়। তার উপর বর্তমানে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্যগুলি চালাতে ফোন বেশি র্যাম খরচ করছে। মিড-রেঞ্জের ফোনে এখন 12 জিবি র্যাম স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে। একটু প্রিমিয়াম স্মার্টফোন হলেই 16 জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাচ্ছে। তবে একটি রিপোর্ট থেকে জানা গেছে, প্রথমবার 20 জিবি ফিজিক্যাল র্যাম সহ স্মার্টফোন বাজারে আসতে চলেছে। Huawei Mate সিরিজের মডেলে এমন বিশাল র্যাম থাকার দাবি করা হয়েছে।
মেইনস্ট্রিম বা মূলধারার ফোনে 20 জিবি র্যাম এখনও দেখা যায়নি। তবে Huawei Mate 80 সিরিজ সেই সীমা পেরিয়ে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করতে পারে। সংস্থাটি তাদের ফোনগুলোকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে বলেই মনে করা হচ্ছে। কারণ আগামী দিনে জেনারেটিভ AI, বড় গেম, ও অন-ডিভাইস প্রসেসিং-এর জন্য বেশি র্যামের দরকার হবে।
হুয়াওয়ে মেট 80 সিরিজে মোট তিনটি মডেল আসতে পারে: স্ট্যান্ডার্ড Mate 80, Mate 80 Pro, ও Mate 80 Pro Max। ফোনগুলি সংস্থার নতুন Kirin 9030 প্রসেসর দ্বারা চালিত হবে। প্রাথমিক ভাবে জল্পনা চলছে, এই সিরিজে ইনবিল্ট কুলিং ফ্যান থাকতে পারে। যার অর্থ ফোনের ভিতরে আস্ত একটি যান্ত্রিক ফ্যান উপস্থিত থাকবে। এটি দীর্ঘক্ষণ গেম খেলার সময় বেশি গরম হওয়া রোধ করতে সাহায্য করবে।
পুরো লাইনআপ জুড়ে 3D ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করতে পারে হুয়াওয়ে। খবর সত্যি হলে, এই প্রথম স্ট্যান্ডার্ড মডেলে প্রযুক্তিটি ব্যবহার করবে তারা। এছাড়াও, Mate 80 সিরিজে নতুন রেড ম্যাপল কালারের ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। সিরিজটি নভেম্বর 25 চীনে লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে। যদিও সংস্থা এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি।
প্রসঙ্গত, Huawei এমন একটি স্মার্টফোন বানাচ্ছে যার মধ্যে ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে জল্পনা চলছে। বর্তমানে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোনে একটাই 200 মেগাপিক্সেল ক্যামেরা আছে। যেমন, Vivo X300 সিরিজ, Oppo Find X8 Pro, ও Realme GT 8 Pro-এর কথা বলা যায়। কিন্তু Huawei Pura 90 Ultra বিশ্বের প্রথম ফোন হতে পারে, যার পিছনে দুইটি 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। প্রাইমারি ও টেলিস্কোপ ক্যামেরায় দু'টি 200 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.