Infinix Hot 60 5G+ গুগলের সার্কেল টু সার্চ ফিচার সাপোর্ট করবে
Photo Credit: Infinix
Infinix Hot 60 5G+ এই সপ্তাহে ভারতে আসছে। লঞ্চের দিনক্ষণ প্রকাশ করে এমনটাই জানিয়েছে সংস্থা। সাম্প্রতিক সময়ে বাজেট গেমিং ফোনের বাজারে রীতিমতো ঝড় তুলেছে তারা। Infinix GT 30 Pro 5G লঞ্চ হয়েছে গত মাসে। তার রেশ না কাটতেই আবার একটি নতুন গেমিং ফোন আনার ঘোষণা এল। এটি গেম খেলার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স পাবে বলে নিশ্চিত করা হয়েছে। Infinix Hot 60 5G+ ফোনে ওয়ানপ্লাসের মতো একটি AI বাটন বা বোতাম থাকবে, যার মাধ্যমে প্রচুর কাজ করা যাবে।
Infinix Hot 60 5G+ ভারতে জুলাই 11, শুক্রবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। ইনফিনিক্স তাদের X (সাবেক টুইটার) প্রোফাইল থেকে এই কথা জানিয়েছে। লঞ্চ হওয়ার পর, গেমিং ফোকাসড ফোনটি Flipkart থেকে কিনতে পারবেন। হ্যান্ডসেটটি শ্যাডো ব্লু, স্লিক ব্ল্যাক এবং টুন্ড্রা গ্রিন কালার অপশনে উপলব্ধ হবে।
Infinix Hot 60 5G+ এর একটি বিশেষ ফিচার্স হল "One Tap AI Button"। এটি কাস্টমাইজেবল অর্থাৎ আপনি নিজের প্রয়োজন অনুযায়ী বোতামটির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারবেন। দু'বার চেপে বা অনেকক্ষণ চেপে বাটনটি দিয়ে কাজ হাসিল করানো যাবে। এটি তিরিশের বেশি অ্যাপ খোলার জন্য কাস্টমাইজ করা যেতে পারে। অনেক কাস্টম শর্টকার্ট থাকবে যা সেগমেন্টে প্রথম বলে দাবি করা হয়েছে। ফোনের বাটনটি দীর্ঘক্ষণ চেপে রাখলে ইনফিনিক্সের নিজস্ব AI অ্যাসিস্ট্যান্ট, Folax চালু হবে।
Infinix Hot 60 5G+ গেমিং স্মার্টফোনে MediaTek Dimensity 7020 প্রসেসর ব্যবহার হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 5,00,000+ স্কোর করেছে। ফোনটি 12GB পর্যন্ত LPDDR5x RAM অফার করবে। এতে 90 ফ্রেম প্রতি সেকেন্ডে (fps) গেম উপভোগ করা যাবে। ফোনটি HyperEngine 5.0 Lite গেমিং টেকনোলজি এবং একটি ডেডিকেটেড XBoost AI গেম মোডে সজ্জিত হয়ে আসবে।
AI গেমিং মোড ও গেমিং টেকনোলজি ইনফিনিক্স হট 60 5G+ এর অডিয়োতে নতুন মাত্রা যোগ করবে বলে জানানো হয়েছে। গেমের ভিডিয়োতে ছবিগুলো যাতে মসৃণ আসে তা নিশ্চিত করার পাশাপাশি, গেমিং পারফরম্যান্স উন্নত করবে বলেও দাবি করা হয়েছে। এই ফোনে গুগলের সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্ট থাকার ফলে যদি কোনও ভিডিও বা ছবিতে থাকা বস্তু সম্পর্কে জানতে চান, তাহলে সেই বস্তুর চারপাশে বৃত্ত আঁকলে গুগল আপনাকে সেই বস্তুটির তথ্য সরবরাহ করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.