Flipkart -এ শুরু হচ্ছে Apple Days সেল। 5 - 8 ফেব্রুয়ারি শুধুমাত্র Flipkart -এ এই সেল চলবে। এই সেলে নো-কস্ট ইএমআইতে কেনা যাবে iPhone XR।
HDFC কার্ড ব্যবহার করে iPhone XR কিনলে অতিরিক্ত 5,000 টাকা ছাড় মিলবে
Flipkart -এ শুরু হচ্ছে Apple Days সেল। 5 - 8 ফেব্রুয়ারি শুধুমাত্র Flipkart -এ এই সেল চলবে। এই সেলে নো-কস্ট ইএমআইতে কেনা যাবে iPhone XR। iPhone XS 64GB তে থাকছে 5,000 টাকা ছাড়। iPhone 11 ও iPhone 11 Pro তেও নো-কস্ট ইএমআই পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা।
59,999 টাকা থেকে কমে এই সেলে 54,999 টাকা দামে পাওয়া যাবে iPhone XS 64GB। এছাড়াও Flipkart সেলে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন কিনলে অতিরিক্ত ছাড় মিলবে।
চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল Poco X2; ফিচারগুলি দেখে নিন
iPhone 11 ও iPhone 11 Pro -এর দাম কমেনি। তবে 10,817 টাকা থেকে নো-কস্ট ইএমআইতে কেনা যাবে এই দুই ফোন। HDFC ক্রেডিট কার্ড ব্যবহার করে iPhone 11 ও iPhone 11 Pro কিনলে 7,000 টাকা ছাড় মিলবে।
iPhone 11 সিরিজের মতোই এই সেলে iPhone XR এর দাম কমেনি। তবে 8,317 টাকা থেকে নো-কস্ট ইএমআইতে কেনা যাবে 2018 সালের বাজেট iPhone। যদিও HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করলে অতিরিক্ত 5,000 টাকা ছাড় পাওয়া যাবে।
বিক্রি শুরু হল Samsung Galaxy S10 Lite; লঞ্চ অফারে কী সুবিধা মিলছে?
এই সেলে 34,999 টাকা দামে পাওয়া যাবে iPhone 8 64GB। এক বছর পুরনো iPhone 7 ও iPhone Plus কিনতে যথাক্রমে 24,999 টাকা ও 33,999 টাকা খরচ হবে। এছাড়াও 23,999 টাকা দামে পাওয়া যাচ্ছে iPhone 6S 32GB।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications
Realme Will Try to Absorb Increased Cost of Components Ahead of Upcoming Product Launches, Executive Says