Photo Credit: Samsung
চলতি বছরে লঞ্চ হতে চলেছে সবচেয়ে প্রত্যাশিত হ্যান্ডসেট iOOO 13। তবে Vivo কোম্পানীর অধিনস্ত ব্র্যান্ডটি এখনো পর্যন্ত এই স্মার্টফোনটির লঞ্চের কোনো অফিশিয়াল তারিখ ঘোষণা করেনি। যাইহোক, বর্তমানে ভারতে এটির লঞ্চের টাইমলাইন, এটির দাম এবং স্পেসিফিকেশন সমন্ধে নানা তথ্য অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। অনুমান করা হচ্ছে বিগত বছরের লঞ্চ হওয়া iQOO 12 এর মত, iQOO 13 ফোনটি স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত হতে চলেছে। এটি 144Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে। আশা করা হচ্ছে, iQOO 13 ফোনটিতে একটি 6,150 mAh এর ব্যাটারী যুক্ত করা হয়েছে।
GizmoChina একটি আসূচিত তথ্যের উদ্ধৃতি দিয়ে ভারতে iQOO 13 ফোনটির লঞ্চের সময়, ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সমন্ধে জানিয়েছে । রিপোর্ট অনুযায়ী, চীনে প্রথম iQOO 13 ফোনটি উন্মোচনের পর, ভারতে সম্ভবত ডিসেম্বর মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে এটি লঞ্চ করা হবে।
ভারতে হ্যান্ডসেটটির দাম 55,000 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিক ভাবে বিগত বছরের নভেম্বর মাসে চীনে iQOO 12 pro এর পাশাপাশি iQOO 12 উন্মোচন করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ডিসেম্বর 2023 সে সেটি ভারতে পৌঁছেছিল।
রিপোর্ট অনুযায়ী iQOO 13 হ্যান্ডসেটটি 144Hz রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন যুক্ত একটি 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আছে। বলা হয়েছে যে, ফোনটি Snapdragon 8 Gen 4 SoC প্রসেসর দ্বারা চালিত হতে পারে। হ্যান্ডসেটটিতে সর্বাধিক 16 জিবি RAM এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে ত্রিমাত্রিক ক্যামেরা ইউনিট আছে বলে জানা গিয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি 50 মেগাপিক্সেলের 2x টেলিফোটো ক্যামেরা।
আশা করা হচ্ছে সেলফি এবং ভিডিও কলের ক্ষেত্রে ফোনটির সামনের অংশে একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।
একটি রিপোর্ট অনুযায়ী, iQOO 13 স্মার্টফোনটিতে একটি আল্ট্রাসনিক ইন-ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এটিতে একটি ধাতব মধ্যম ফ্রেম থাকতে পারে এবং 100W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 6,150 mAh ক্ষমতাশালী ব্যাটারী যুক্ত করা হতে পারে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 রেটিং নির্মাণ করা হয়েছে বলে ভাবা হচ্ছে। ফোনটির নান্দনিকতা বৃদ্ধির জন্য এটিতে হালকা ডিজাইন সমৃদ্ধ “ Halo” থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন