Photo Credit: Samsung
2023 সালে অক্টোবর মাসে উন্মোচিত হওয়া Galaxy S23 FE-এর সাফল্যের পর এবার খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে, Samsung কোম্পানী Samsung Galaxy S24 FE। পূর্বে, সম্ভাব্য ফ্যান সংস্করণ ফোনের ডিজাইনটি ফাঁসের খবর অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এছাড়াও স্মার্টফোনটির অন্তর্গত বিভিন্ন মূল বৈশিষ্ট্য, চিপসেট এবং ডিসপ্লে সমন্ধিত বিভিন্ন তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। যাই হোক সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, ইউরোপীয় বাজারে Samsung Galaxy S24 ফোনটি Samsung Galaxy S23 চেয়ে বেশি দামে উন্মোচন করা হতে পারে। বর্তমানে একটি রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে যে, ফোনটির দাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একই প্রবণতাকে অনুসরণ করবে।
খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে Samsung Galaxy S24 FE ফোনটি Samsung Galaxy S23 FE-এর থেকে বেশি মূল্যে লঞ্চ হতে পারে। টিপস্টার Steve H.McFly ( @OnLeaks)-এর সহযোগিতায় একটি Smartprix রিপোর্ট জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন Galaxy S24 FE ফোনটির 128 জিবি বিকল্পের দাম শুরু হচ্ছে $649 (ভারতীয় মূল্যে প্রায় 54,200 টাকা) থেকে। সেখানে 256 জিবি বিকল্পের দাম হতে পারে $709 (ভারতীয় মূল্যে প্রায় 59,200 টাকা)। উল্লেখযোগ্যভাবে লক্ষ করা গিয়েছে যে, লঞ্চের সময় Samsung Galaxy S23 FE এর দাম ছিল $599 (ভারতীয় মূল্যে প্রায় 50,000 টাকা) সেখানে বর্তমানে নতুনটির মূল্য $50 বেশি (যা প্রায় 4,200 টাকা)।
আগের একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে যে, বাছাইকরা ইউরোপীয় দেশগুলিতে Samsung Galaxy S24 FE ফোনটির 8 জিবি +128 জিবি বিকল্পের দাম হতে পারে, EUR 799 (ভারতীয় মূল্যে প্রায় 74,100 টাকা), যেটি পূর্বসূরীর দামের তুলনায় EUR 100 (9,200 টাকা) বৃদ্ধি পেয়েছে।
অনুমান করা হচ্ছে যে, Samsung Galaxy S24 FE ফোনটি 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7 ইঞ্চির full HD+ ডিসপ্লে দ্বারা সজ্জিত হয়ে আসতে চলেছে। এটি সর্বোচ্চ 1,900নিট উজ্জ্বলতা প্রদান করে এবং এটিতে গরিলা গ্লাসের ভিকটাস প্লাসের সুরক্ষা দেওয়া আছে। সম্ভবত হ্যান্ডসেটটি Exynos 2400e চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে পারে।
ব্যাটারীর ক্ষেত্রে এটিতে 25W এর তারযুক্ত এবং 15W এর তারবিহীন চার্জিং ব্যাবস্থার সমর্থন সহ একটি 4,565 ব্যাটারী যুক্ত করা হতে পারে।
এছাড়াও ক্যামেরা ক্ষেত্রে নতুন হ্যান্ডসেটটি 50 মেগাপিক্সেলের ত্রিমাত্রিক রিয়ার ক্যামেরা ইউনিট বহন করে এবং এটিতে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে জানা যাচ্ছে।
পূর্বের তথ্য অনুযায়ী মনে করা হচ্ছে যে, Samsung Galaxy S24 FE ফোনটির ডিজাইন কিছুটা এটির পূর্বসূরীর মতোই হতে চলেছে। বলা হয়েছে যে, হ্যান্ডসেটটি অ্যালুমিনিয়ামের মধ্যম কাঠামো এবং গ্লাস রিয়ার প্যানেল দ্বারা সজ্জিত হতে পারে। স্মার্টফোনটি নীল, সবুজ, গ্রাফাইট, সিলভার/ সাদা, এবং হলুদ রঙের বিকল্পে উপলব্ধ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন