59,999 টাকার দুর্ধর্ষ ফোন 35,655 টাকায় বিক্রি করছে Samsung, অফার মিস করলে পস্তাবেন

Samsung Galaxy S24 FE লঞ্চ প্রাইসের তুলনায় বিপুল ডিসকাউন্টে Amazon-এ পাওয়া যাচ্ছে। এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে।

59,999 টাকার দুর্ধর্ষ ফোন 35,655 টাকায় বিক্রি করছে Samsung, অফার মিস করলে পস্তাবেন

Photo Credit: Samsung

Samsung Galaxy S24 FE ব্লু, গ্রাফাইট, ও মিন্ট রঙে এসেছে

হাইলাইট
  • Amazon-এ Samsung Galaxy S24 FE বিক্রি হচ্ছে 35,655 টাকায়
  • এই ফোনটি দুর্ধর্ষ ডিসপ্লে ও ক্যামেরা অফার করে
  • Galaxy S24 FE ব্লু, গ্রাফাইট, ও মিন্ট কালার অপশনে পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

Samsung Galaxy S24 FE বিশাল ডিসকাউন্টে কেনার সুবর্ণ সুযোগ। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির এই সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন 2024 সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দাম 59,999 টাকা ছিল। ফ্যান এডিশন স্মার্টফোনটি এখন Amazon-এর মাধ্যমে প্রচুর টাকা ছাড়ে পকেটস্থ করা যাবে। Galaxy S24 FE-এর 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট বর্তমানে আমাজনের ওয়েবসাইটে 40,000 টাকার নিচে বিক্রি হচ্ছে। এছাড়াও, ক্রেতাদের জন্য এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI অপশন দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, Samsung Galaxy S24 FE তার ডিসপ্লে ও ক্যামেরার জন্য জনপ্রিয়। নিজের সেগমেন্টে বেস্ট সেলিং মডেল এটি। এই ফোনটিতে কোম্পানি তাদের নিজস্ব Exynos 2400e চিপসেট ব্যবহার করেছে।

Samsung Galaxy S24 FE এর দাম কমল Amazon-এ 

Galaxy S24 FE এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অ্যামাজনে 35,655 টাকায় লিস্টেড আছে, যা অরিজিনাল লঞ্চ প্রাইস 59,999 টাকার থেকে 24,344 টাকা কম। অন্যদিকে, একই পরিমাণ র‍্যাম সহ স্মার্টফোনটির 256 জিবি স্টোরেজ মডেল 65,999 টাকার পরিবর্তে 43,300 টাকায় পাওয়া যাচ্ছে। আবার নির্বাচিত ব্যাংক কার্ড এবং ইএমআই লেনদেনের মাধ্যমে কেনাকাটায় 1,250 টাকা পর্যন্ত ছাড়ও মিলতে পারে। এর ফলে মূল্য 34,405 টাকায় নেমে আসবে। তবে মনে রাখবেন দাম যে কোনও সময় বেড়ে যেতে পারে,তাই অফার থাকতে থাকতে কিনে ফেলতে পারেন।

ই-কমার্স ওয়েবসাইটটি প্রতি মাসে 1,729 টাকা থেকে শুরু করে ছয় মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশন করছ। এছাড়াও, অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,069 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। উল্লেখ্য, Samsung India এর ওয়েবসাইটে বর্তমানে  Galaxy S24 FE-এর বেস ভেরিয়েন্ট 37,999 টাকায় বিক্রি করছে। অন্যদিকে, মোবাইলটি ফ্লিপকার্টে 39,999 টাকায় উপলব্ধ।

Samsung Galaxy S24 FE স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস24 এফই স্মার্টফোনে 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ (1,080 x 2,340 পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, HDR10+, এবং 1900 নিট ব্রাইটনেস অফার করে। ফোনটি Exynos 2400e প্রসেসরে চলে যা 8 জিবি RAM এবং 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। এটি ভারতে নীল, গ্রাফাইট এবং মিন্ট কালারে উপলব্ধ। এতে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68-রেটেড বিল্ড রয়েছে।

ডিভাইসটির ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) অফার করে৷ একইসাথে, OIS এবং 3x অপটিক্যাল জুম সহ 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা বর্তমান। ফ্রন্ট ক্যামেরা 10 মেগাপিক্সেলের। ফোনটির 4,700mAh ব্যাটারি 25W তারযুক্ত চার্জিং সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  2. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
  3. Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?
  4. OnePlus 15T: ফের চমক ওয়ানপ্লাসের, আসছে 7,500mAh ব্যাটারি ও 165Hz ডিসপ্লের দুর্দান্ত ফোন
  5. Dubstep জলের দরে TWS ইয়ারবাডস ও ব্লুটুথ স্পিকার বাজারে আনল, দাম 500 টাকারও কম
  6. Motorola Signature স্মার্টফোন অনবদ্য ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 2033 সাল পর্যন্ত Android আপডেট পাবে
  7. iQOO Z11 Turbo: iQOO-এর প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোন 15 জানুয়ারি লঞ্চ হচ্ছে, ফিচার্স পাগলা করবে
  8. Motorola Razr Fold: মোটোরোলা পাঁচটি ক্যামেরার সাথে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আনল
  9. Amazon-এর ধামাকা অফার, 43,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ডুয়াল স্ক্রিনের Samsung ফোন
  10. Vivo বছরের শুরুতেই দু'টি নতুন ফোন লঞ্চ করল, 6,000mAh ব্যাটারি ও 12GB RAM রয়েছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »