iQOO Z11 Turbo carries a 200-megapixel primary camera
Photo Credit: iQOO
iQOO Z11 Turbo বৃহস্পতিবার শোরগোল ফেলে লঞ্চ হয়েছে। এটি সংস্থার প্রথম ফোন যা 200 মেগাপিক্সেল ক্যামেরা ও Snapdragon 8 Gen 5 চিপসেটের সাথে বাজারে এসেছে। এতে একটি ফ্ল্যাগশিপ কিলারের যাবতীয় বৈশিষ্ট্য মজুত। অর্থাৎ এটি বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার্স ও পারফরম্যান্স প্রদান করে। iQOO Z11 Turbo ফোনটিতে 144 হার্টজ ডিসপ্লে, Ice Dome ডুয়াল মেশ VC কুলিং সিস্টেম, 100W ফাস্ট চার্জিং, IP68 + IP69 ডুয়াল জল ও ধুলোরোধী রেটিং, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সংস্থার নিজস্ব ই-স্পোর্টস চিপ-সহ আরও অনেক কিছু রয়েছে। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
iQOO Z11 Turbo স্মার্টফোনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি DC ডিমিং, 1.5K রেজোলিউশন (1,260x2,750 পিক্সেল), 5,000 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এক বিলিয়ন কালার, এবং 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। উচ্চ ব্রাইটনেস থাকায় সূর্যের নিচে অথবা উজ্জ্বল আলোয় ডিসপ্লে দেখতে অসুবিধা হবে না। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
আইকু জেড11 টার্বো ব্র্যান্ডের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন। মেইন ক্যামেরায় f/1.88 অ্যাপারচার, 4x লসলেস জুম, এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি আছে। এর সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ব্যাক ও ফ্রন্ট উভয় 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটি Android 16-ভিত্তিক OrigionOS 6 কাস্টম সফটওয়্যারে চলে।
নতুন iQOO স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে। চিপসেটটি AnTuTu বেঞ্চমার্কে 3.59 মিলিয়ন স্কোর করেছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম এবং সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে সেমি সলিড স্টেট টেকনোলজির 7,600mAh ব্যাটারি রয়েছে। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই ফোন ভারতের বাইরে লঞ্চ হয়েছে। চীনে বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,699 ইউয়ান (35,999 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য যথাক্রমে 2,999 ইউয়ান (প্রায় 39,000 টাকা), 3,199 ইউয়ান (41,000 টাকা), এবং 3,499 ইউয়ান (প্রায় 45,000 টাকা)।
iQOO Z11 Turbo মডেলটি 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভার্সনেও এসেছে, যার দাম 3,999 ইউয়ান (প্রায় 52,000 টাকা)। এটি পোলার নাইট ব্ল্যাক, স্কাইলাইট হোয়াইট-সহ মোট চারটি রঙে উপলব্ধ হবে। এটি ভারতে iQOO 15R নামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.