iQOO Z11 Turbo ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে।
Photo Credit: iQOO
iQOO Z11 Turbo expected to powered by the Snapdragon 8 Gen 5 chipset.
iQOO Z11 Turbo জানুয়ারি 15 আত্মপ্রকাশ করতে চলেছে। আজ সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। ফোনটি পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ফ্ল্যাগশপ স্তরের হার্ডওয়্যারে ফোকাস রেখে এন্ট্রি নিচ্ছে। শোনা যাচ্ছে, এটি সংস্থার প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন হতে পারে। এতে পাওয়ারফুল Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার হবে, যা ফ্ল্যাগশিপ কিলার হিসেবে পরিচিত। iQOO Z11 Turbo-এর ডিজাইন ও কালার অপশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ডিভাইসটির কিছু তথ্য কোম্পানি অফিসিয়ালি প্রকাশ করেছে। অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশনগুলি টেক ব্লগারদের সৌজন্যে ফাঁস হয়েছে।
iQOO Z11 Turbo ফোনের সামনে 6.59 ইঞ্চি LTPS অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, যা 144Hz রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটিকে মেটাল মিডল ফ্রেম ও গ্লাস ব্যাক ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি IP68 ও IP69-স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করবে।
আইকু জেড11 টার্বো ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ একটি 200 মেগাপিক্সেল Samsung HP5 সেন্সর ব্যবহার হতে পারে। এর সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকার সম্ভাবনা।
iQOO Z11 Turbo লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা চালিত হবে। এটি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ এবং LPDDR5x র্যামের সঙ্গে যুক্ত থাকবে। ডিভাইসটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হতে পারে।
এই আসন্ন মিড রেঞ্জ ফোনে 7,600mAh ব্যাটারি দেখা যেতে পারে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অবাক করার মতো বিষয় হল, বড় ব্যাটারি থাকলেও ফোনটি 7.99 মিমি পুরো এবং 202 গ্রাম ওজনের হবে। স্মার্টফোনে Android 16 নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল থাকবে।
দামের কথা বললে, iQOO Z11 Turbo চীনে 2,500 ইউয়ান মূল্যে লঞ্চ হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 29,000 টাকার সমান। এটি কালো, সাদা, নীল, ও পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হবে। সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে যে হ্যান্ডসেটটি ভারতে iQOO 15R নামে রিব্র্যান্ড করে লঞ্চ হতে পারে। যদিও সংস্থা এখনও এই বিষয়ে কিছু বলেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces