16 অগাস্ট থেকে Jio Phone এর উত্তরসূরি Jio Phone 2 বিক্রি শুরু হবে। Jio.com থেকে ফ্ল্যাশ সেলের মাধ্যমে এই ফোন বিক্রি শুরু হবে। Jio Phone 2 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের QWERTY কি-প্যাড। 16 অগাস্ট দুপুর 12 টা থেকে Jio Phone 2 এর ফ্ল্যাশসেল শুরু হবে। আগে জানানো হয়েছিল 15 অগাস্ট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। কিন্তু একদিন পিছিইয়ে 16 অগাস্ট থেকে Jio Phone 2 এর বিক্রি শুরু করার কথা জানিয়েছে Jio। বিক্রির দিন থেকেই Jio Phone 2 তে YouTube অ্যাপ ব্যবহার করা যাবে। তবে প্রতিশ্রুতি মতো 15 অগাস্ট Jio Phone ও Jio Phone 2 তে WhatsApp অ্যাপ আসবে না। কিছুদিন পরে এই দুই ফোনে WhatsApp ব্যবহার করা যাবে বললে জানা গিয়েছে। তবে কথা মতোই 15 অগাস্ট থেকে Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরু হচ্ছে। Jio.com ও MyJio অ্যাপ থেকে Jio GigaFiber এর জন্য নাম নতিভুক্ত করা যাবে।
ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 16 অগাস্ট থেকে ফ্ল্যাশসেলে Jio Phone 2 কেনা যাবে। তবে কবে থেকে এই ফোন শিপিং শুরু হবে তা জানায়নি Jio। তবে আশা করা হচ্ছে ফ্ল্যাশসেলে অর্ডারের বন্যা বয়ে যাবে। তাই শিপিং এ দেরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন টেক গুরুরা।
ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।
Jio Phone 2 বিক্রির সাথেই 15 অগাস্ট থেকে কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা Jio GigaFiber এর রেজিস্ট্রেশান শুরুর কথা জানিয়েছিলেন মুকেশ আম্বানি। MyJio অ্যাপ ও Jio.com ওয়েবসাইটে 15 অগাস্ট থেকে Jio GigaFiber এর জন্য গ্রাহকরা রেজিস্টার করতে পারবেন। যে এলাকায় বেশি গ্রাহক Jio GigaFiber এর জন্য রেজিস্টার করবেন সেই এলাকাতে আগে কানেকশান দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে।
ব্রডব্যান্ড পরিষেবার সাথেই Jio GigaFiber এর সাথে GigaTV বক্সের মাধ্যমে Jio গ্রাহকরা 600 টি টিভি চ্যানেল দেখতে পারবেন। এর সাথেই থাকবে ভিডিও কলিং এর সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন