রিলায়েন্স জিও সম্পূর্ণ মেড-ইন-ইন্ডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে।
Jio working on a people-first artificial intelligence (AI) platform for India
ভারত সহ বিশ্বজুড়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির রমরমা। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ক্রমশ বদলে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবন ও কাজ করার পদ্ধতি। কিন্তু AI পরিষেবার জন্য আমজনতাকে বিদেশি সংস্থাগুলির উপরে নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। যে কোনও কাজে AI-এর সম্পূর্ণ সহায়তা পেতে প্রয়োজন পাশ্চাত্য ভাষার। তবে আমজনতা যাতে মাতৃভাষায় ও নিজের ডিভাইসে দৈনন্দিন কাছে এআই ব্যবহার করতে পারে, তার জন্য বড় উদ্যোগ নিচ্ছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর Reliance সংস্থার অধীনস্থ Jio সম্পূর্ণ মেড-ইন-ইন্ডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে।
রিলায়েন্স জিও শীঘ্রই একটি পিপল-ফার্স্ট AI প্ল্যাটফর্ম চালু করতে চলেছে, যা ভারতে তৈরি, ভারত এবং সমগ্র বিশ্বের জন্য। মুকেশ আম্বানির মতে, সেই AI পরিষেবা নিজের মাতৃভাষায় ব্যবহার করা যাবে। অর্থাৎ ইংরেজি ভাষায় সড়গড় না হলেও চলবে। এটি সাধারণ মানুষের কথা মাথায় রেখে বানানো হচ্ছে। এই পরিষেবা নিত্যদিনের কাজকে সহজ ও দ্রুত করতে সাহায্য করবে।
রিলায়েন্স কর্তা রবিবার রাজকোটে অনুষ্ঠিত ভাইব্রান্ট গুজরাত রিজিওনাল কনফারেন্সে জানিয়েছেন যে, গুজরাতের জামনগরে গড়ে ওঠা আসন্ন এআই ডেটা সেন্টার (তথ্যকেন্দ্র) ব্যবহারের মাধ্যমে একটি এআই ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম তৈরি করবে।
আম্বানি আরও বলেছেন, "আমরা জামনগরে ভারতের সবচেয়ে বড় এআই-প্রস্তুত ডেটা সেন্টার গড়ে তুলছি, যার লক্ষ্য প্রত্যেক ভারতীয়র কাছে সাশ্রয়ী এআই পরিষেবা পৌঁছে দেওয়া। জিও এমন একটি এআই ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম তৈরি করবে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক স্বাচ্ছন্দে নিজের মাতৃভাষায় এআই ব্যবহার করতে পারবে। এর ফলে তারা আরও উৎপাদনশীল ও দক্ষ হয়ে উঠবে।"
গুজরাতের জন্য বড়সড় লগ্নির পরিকল্পনার কথাও জানিয়েছেন আম্বানি। তিনি বলেছেন, রিলায়েন্স বিগত পাঁচ বছরে 3.5 ট্রিলিয়ন (3.5 লক্ষ কোটি) টাকা লগ্নি করেছে। আগামী পাঁচ বছরে 7 ট্রিলিয়ন (7 লক্ষ কোটি) বিনিয়োগের চিন্তাভাবনা করছে রিলায়েন্স। লগ্নির প্ল্যান ঘোষণার পর মুকেশ আম্বানি বলেছেন, বিশ্ব খুব দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তবে তিনি আশ্বস্ত করে জানান, ভারতের ক্ষেত্রে স্বস্তির বিষয় হল — এই সমস্ত প্রতিবন্ধকতা দেশের সাধারণ মানুষকে ক্ষতি করতে পারবে না।
এছাড়াও, রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি ভাইব্রান্ট গুজরাত রিজিওনাল কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে জানান, স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে এতটা আশা এবং আত্মবিশ্বাস একসঙ্গে দেখা যায়নি, যতটা এখন প্রত্যক্ষ করা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5 Pro Max Likely to Launch With MediaTek Dimensity 9500s Chipset, 16GB of RAM: Report