বৃহস্পতিবার বিক্রি শুরু হবে Lenovo K9 আর Lenovo A5। বৃহস্পতিবার মধ্যরাতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই দুটি বাজেট স্মার্টফোন। দুটি ফোনেই ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Lenovo K9 এর সামনে ও পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। জুন মাসে চিনে লঞ্চ হয়েছিল Lenovo A5। Lenovo A5 ফোনের প্রধান আকর্ষন 4000 mAh ব্যাটারি। তৃতীয় ধাপে আগামী 1 নভেম্বর থেকে সেল শুরু হছে Flipkart এ। 1-5 নভেম্বর Flipkart এ চলবে সেল।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু হচ্ছে Flipkart Diwali Sale: সব অফারের খবর সবার আগে
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Lenovo K9 আর Lenovo A5। নতুন দিল্লিতে এক ইভেন্টে এই স্মার্টফোন দুটি লঞ্চ করেছে Lenovo।
ভারতে Lenovo K9 এর দাম 8,999 টাকা। কালো ও নীন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Lenovo A5 এর দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে। 2GB RAM+16GB স্টোরেজ কিনতে এই টাকা খরচ হবে। 3GBRAM+32GB স্টোরেজের Lenovo A5 এর দাম 6,999 টাকা।
Lenovo K9 ফোনে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। K9 এ থাকবে একটি 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে MediaTek MT6762 অক্টাকোর প্রসেসার, 3GB RAM আর 32GB স্টোরেজ আর 3000 mAh ব্যাটারি।
ছবি তোলার জন্য Lenovo K9 এ রয়েছে একটি 13MP+5MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। এছাড়াও সেলফি তোলার জন্য থাকছে 13MP+5MP ডুয়াল ক্যামেরা সেট আপ।
Lenovo A5 এ থাকবে একটি 5.45 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek MT6739 প্রসেসার, 2GB/3GBRAM আর 16GB/32GB স্টোরেজ। এছাড়াও থাকবে একটি 4000 mAh ব্যাটারি।
Lenovo A5এর পিছনে থাকবে একটি 13MP অটোফোকাস ক্যামেরা। এর সাথেই থাকবে একটি মোনোক্রোম ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন