বৃহস্পতিবার চিনে লঞ্চ হল Lenovo Z5 Pro। এই ফোনে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যাবে না। পরিবর্তে ফোনের স্লাইডারে রয়েছে ফ্রন্ট ক্যামেরা। কোম্পানি জানিয়েছে Z5 Pro এর স্ক্রিন টু বডিও রেশিও ৯৫.০৬ শতাংশ। এছাড়াও ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Lenovo Z5 Pro এর ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। Lenovo Z5 Pro তে থাকবে Xiaomi Mi Mix 3 আর Honor Magic 2 এর মতো স্লাইডিং ক্যামেরা ডিজাইন। বৃহস্পতিবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Lenovo।
চিনে 64GB স্টোরেজে Lenovo Z5 Pro এর দাম 1998 ইউয়ান (প্রায় 21,400 টাকা)। 128GB স্টোরেজে Lenovo Z5 Pro কিনতে খরচ হবে 2298 ইউয়ান (প্রায় 24,300 টাকা)।
ডুয়াল সিম Lenovo Z5 Pro তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির ZUI স্কিন। Z5 Pro তে রয়েছে একটি 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। Z5 Pro এর ভিতরে Snapdragon 710 চিপসে, Adreno 616 GPU আর 6GB RAM।
ছবি তোলার জন্য Lenovo Z5 Pro তে থাকবে 16MO+24MP ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে দুটি Sony সেন্সার ব্যবহার করেছে Lenovo। Z5 Pro এর সামনে রয়েছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Lenovo Z5 Pro তে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর USB Type-C পোর্ট। Z5 Pro তে রয়েছে একটি 3,350 mAh ব্যাটার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন