বৃহস্পতিবার বেজিং এ লঞ্চ হল Xiaomi Mi Mix 3। ম্যাগনেটিঙ্ক স্লাইডিং ক্যামেরা সহ বাজারে এসেছে লেটেস্ট Xiaomi স্মার্টফোন। এছাড়াও থাকছে ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, 10GB পর্যন্ত RAM আর Snapdragon 845 চিপসেট।
চিনে 6GB RAM+128GB স্টোরেজে Mi Mix 3 এর দাম 3299 ইউয়ান (প্রায় 34,800 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Mi Mix 3 কিনতে খরচ হবে 3599 ইউয়ান (প্রায় 37,900 টাকা)। 8GB RAM+256GB স্টোরেজে Mi Mix 3 এর দাম 3999 ইউয়ান (প্রায় 42,100 টাকা)। 10GB RAM+256GB ‘প্ল্যালেস মিউজিয়াম' ভেরিয়েন্টে Mi Mix 3 কিনতে খরচ হবে 4999 ইউয়ান (প্রায় 52,700 টাকা)। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী 1 নভেম্বর থেকে চিনে শুরু হবে বিক্রি। Xiaomi জানিয়েছে আগামী বছর শুরুতে ইউরোপে Mi Mix 3 এর 5G ভেরিয়েন্ট লঞ্চ হবে। ইতিমধ্যেই চিনে Mi Mix 3 প্রি-অর্ডার শুরু হবে।
ডুয়াল সিম Mi Mix 3 তে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
Xiaomi Mi Mix 3 এর সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে রয়েছে একটিউ 12MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12MP টেলিফট ক্যামেরা। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে Sony IMX363 সেন্সার। এছাড়াও রিয়ার ক্যামেরায় থাকবে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য থাকবে 24MP+2MP ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Mi Mix 3 তে রয়েছে ডুয়াল 4G VoLTE, WiFi 802.11ac ডুয়াল ব্যান্ড, Bluetooth v5.0, GPS, NFC আর USB Type-C পোর্ট। Mi Mix 3 এর ভিতরে রয়েছে 3,850 mAh ব্যাটারি। সাথে রয়েছে ফাস্ট 10W ওয়্যারলেস চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন