অবশেষে লঞ্চ হয়েছে Lenovo Z6 Pro। মঙ্গলবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Lenovo। স্লাইডার ডিজাইনের পরিবর্তে Lenovo Z6 Pro তে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। এই ফোনের পিছনে থাকছে কার্ভড গ্লাস ডিজাইন। ফনের ভিতরে লেটেস্ট স্পেসিফিকেশন ব্যবহার করেছে Lenovo। Lenovo Z6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 512 GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। প্রসেসার ঠান্ডা রাখার জন্য থাকছে লিকুইড কুলিং সিস্টেম।
একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Lenovo Z6 Pro। চিনে এই ফোনের দাম শুরু হচ্ছে 2,899 ইউয়ান (প্রায় 30,000 টাকা) থেকে। টপ ভেরিয়েন্টে 12GB RAM আর 512GB স্টোরেজে Lenovo Z6 Pro কিনতে খরচ হবে 4,999 ইউয়ান (প্রায় 51,000 টাকা)।
চিনে তিনটি বড় টেলিকম কোম্পানির সাথে হাত মিলিয়ে চিনে 5G ভেরিয়েন্টে লঞ্চ হবে Lenovo Z6 Pro। কবে 5G ভেরিয়েন্টে এই ফোন বাজারে আসবে জানায়নি Lenovo। তবে 4G ভেরিয়েন্টে Lenovo Z6 Pro বিক্রি শুরু হবে 29 এপ্রিল।
Lenovo Z6 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ZUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে HDR 10 সাপোর্ট। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Lenovo Z6 Pro ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে 12GB RAM আর 512GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Lenovo Z6 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট, সুপার নাইট মোড, সিপার ম্যাক্রো মোড ও সুপার ওয়াইড অ্যাঙ্গেল মোড। সেলফি তোলার জন্য Lenovo Z6 Pro এর ডিসপ্লে নচ এ থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Lenovo Z6 Pro তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS আর USB Type-C পোর্ট। এছাড়াও এই ফোনে থাকছে LDAC, AAC, Dolby Atmos আর aptX HD অডিও কোডেক সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর 27W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন