Lenovo –র নতুন ফ্ল্যাগশিপ ফোন Lenovo Z6 Pro। এই ফোনে থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে লিকুইড কুলিং সিস্টেম, 4,000 mAh ব্যাটারি, 512GB পর্যন্ত স্টোরেজ।
Lenovo Z6 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট
মঙ্গলবার লঞ্চ হবে Lenovo –র নতুন ফ্ল্যাগশিপ ফোন Lenovo Z6 Pro। এই ফোনে থাকছে লেটেস্ট Snapdragon 855 চিপসেট। সাথে থাকছে লিকুইড কুলিং সিস্টেম, 4,000 mAh ব্যাটারি, 512GB পর্যন্ত স্টোরেজ। মঙ্গলবার চিনে এই ফোন লঞ্চ করবে Lenovo।
আজ ভারতীয় সময় দুপুর 11 টা 30 মিনিটে Lenovo Z6 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। সোশ্যাল মিডিয়ায় এই ইভেন্ট সরাসরি সম্প্রচার করবে কোম্পানি। Lenovo Z6 Pro লঞ্চ সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
লঞ্চের আগেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এনেছে Lenovo। কোম্পানি জানিয়েছে Z6 Pro ফোনে কম্পিউটারের মতো কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। এর সাথেই থাকছে 12GB RAM।
Lenovo Z6 Pro তে থাকবে একটি 6.39 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ছয় অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশান। এছাড়াও ক্যামেরায় থাকছে HDR মোড আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
Lenovo Z6 Pro ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ZUI 11 স্কিন। Lenovo Z6 Pro তে থাকছে Dolby Audio সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Canon EOS R6 Mark III Mirrorless Camera With 32.5-Megapixel Sensor Launched in India: Price, Features