Photo Credit: Weibo/ Chang Cheng
Lenovo Z6 Pro ক্যামেরা দিয়ে 100 মেগাপিক্সেল ছবি তোলা যাবে। সম্প্রতি এই কথা জানিয়েছেন Lenovo ভাইস চেয়ারম্যান ভিপি চ্যাং। সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন চ্যাং। সম্প্রতি Qualcomm তাদের নতুন মোবাইল চিপসেটে 100 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্টের ঘোষণা করেছিল। এর পরেই 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের ইঞ্চিত দিল Lenovo।
2019 সালের জুন মাসে বাজারে আসতে পারে Lenovo Z6 Pro। এই ফোনে থাকবে হাইপার ভিডিও ফিচার। সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন কোম্পানির ভাইস চেয়ারম্যান। চিনা ভাষায় এই পোশ্ত করা হয়েছে।
এখনও Lenovo Z6 Pro ফোন নিয়ে ইন্টারনেটে কোন রিপোর্ট সামনে আসেনি। তবে এই ফোনে 5G সাপোর্ট থাকতে পারে। ক্যামেরার ইঙ্গিত ছাড়া Z6 Pro ফোনের কোন তথ্যই সামনে আনেনি Lenovo। এই ফোনে থাকতে পারে Snapdragon 855 চিপসেট। Lenovo Z5 GT ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া এই ফোনে ছিল 12GB RAM আর 512GB স্টোরেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন