কয়েকদিন আগেই লঞ্চ হয়েছিল Yu Ace। প্রায় এক বছর পরে বাজারে নতুন ফোন লঞ্চ করেছিল Yu। বৃহষ্পতিবার প্রথম ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হবে Micromax এর লেটেস্ট বাজেট স্মার্টফোন। শুধুমাত্র Flipkart থেকে কেনা যাবে Yu Ace। বৃহষ্পতিবার দুপুর 12টায় Flipkart এ বিক্রি শুরু হবে Yu Ace। Yu Ace এর অন্যতম প্রধান আকর্ষণ 18:9 ডিসপ্লে, 4000 mAh ব্যাটারি, ফেস আনলক আর স্টক Android 8.1 Oreo। শুধুমাত্র Flipkart থেকেই কেনা যাবে নতুন Yu Ace। কোম্পানি জানিয়েছে Yu Ace ফোনে শিঘ্রই লেটেস্ট Android 9.0 Pie আপডেট চলে আসবে।
ভারতে 2GB RAM আর 16GB স্টোরেজের Yu Ace এর দাম 5,999 টাকা। আজ দুপুর 12 টায় Yu Ace বিক্রি শুরু হবে। শুধুমাত্র Flipkart থেকেই Yu Ace কেনা যাবে। এর পরে 13 সেপ্টেম্বর দ্বিতীয় ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Yu Ace। তবে এর পরে ওপেন সেলে এই ফোন বিক্রি করা হবে বলে জানিয়েছে Micromax। সেপ্টেম্বর মাসের শেষে Yu Ace ফোনের 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্ট বাজারে আসবে।
ডুয়াল সিম Yu Ace ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Yu Ace তে থাকবে একটি 5.45 ইঞ্চি 18:9 HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোয়াড কোর MediaTek MT6739 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ।
এই স্মার্টফোনে একটি 13MP রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথেই থাকবে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা দিয়েই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। Yu Ace এর পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। নতুন এই ফোনের ভিতরে একটি 4000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Micromax।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন