গত সপ্তাহে ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল Micromax। কোম্পানির নতুন Infinity N-সিরিজের অধীনে এই দুটি ফোন লঞ্চ হয়েছে। নতুন এই দুটি ফোনের নাম Infinity N11 আর Infinity N12। মঙ্গলবার এই দুটি ফোন বিক্রি শুরু করল ভারতীয় ব্র্যান্ডটি। দুটি ফোনের ডিসপ্লের উপরে থাকছে নচ। এই দুটি ফোনের বেশিরভাগ ফিচারই এক। Infinity N11 ও Infinity N12 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা, 4,000 mAh ব্যাটারি আর MediaTek Helio P22 চিপসেট।
আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Xiaomi –র পরবর্তী Poco স্মার্টফোন
ভারতে Micromax Infinity N11 এর দাম 8,999 টাকা। তবে Infinity N12 কিনতে 9,999 টাকা খরচ হবে। মঙ্গলবার থেকে সব অনলাইন রিটেল স্টোরে এই দুটি স্মার্টফোন বিক্রি শুরু হবে।
আরও পড়ুন: ছোট্ট ‘ডিসপ্লে নচ' সহ লঞ্চ হল Xiaomi Mi Play: সাথে বিনামূল্যে থাকছে 120GB ডাটা
ডুয়াল সিম Micromax Infinity N11 আর Infinity N12 এ Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। তবে কোম্পানি জানিয়েছে আগামী 45 দিনের মধ্যে এই দুটি ফোনে Android Pie আপডেট পৌঁছে যাবে। দুটি ফোনেই থাকছে 6.19 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট। Infinity N11 এ থাকছে 2GB RAM আর Infinity N12 এ থাকছে 3GB RAM। দুটি ফোনেই থাকছে 32GB স্টোরেজ।
Infinity N11 ও Infinity N12 ফোনে একই ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Infinity N11 এ থাকছে 8MP সেন্সার। তবে Infinity N12 তে সেলফি তোলার জন্য থাকবে 16MP সেন্সার।
কানেক্টিভিটির জন্য Infinity N11 আর Infinity N12 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনলক। দুটি ফোনেই থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন