Motorola One Power ফোনে নতুন সফটওয়্যার আপডেট পৌঁছাতে শুরু করল। এই আপডেটে থাকছে ডিসেম্বর মাসের সিকিউরিটি প্যাচ। একাধিক রিপোর্টে জানা গিয়েছে ভারতে Motorola One Power ফোনে এই আপডেট আসতে শুরু করেছে। গত সপ্তাহে ভারতে Motorola One Power ফোনে Android Pie আপডেট পৌঁছেছিল। সেপ্টেম্বর মাসে Android One প্রোগ্রামের অধীনে ভারতে লঞ্চ হয়েছিল Motorola One Power।
সম্প্রতি এই আপডেটে Motorola One Power ফোনে ডিসেম্বর মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে যাবে। OTA প্যাকেজের মাধ্যমে এই আপডেট করা যাবে। ধাপে ধাপে সব ফোনে এই আপডেট পৌঁছাবে। সেটিংস মেনু থেকে নিজের ফোনে আপডেট দেখে নিতে পারেন।
আরও পড়ুন: পকেটের মধ্যেই লাগল আগুন! iPhone XS Max ঘিরে বিতর্ক চরমে
লঞ্চের সময় Motorola One Power ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলত। পরে এই ফোনে Android Pie আপডেট পৌঁছেছে। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়ার কারনে এই ফোনে জলদি সফটওয়্যার আপডেট পৌঁছায়।
Motorola One Power এ থাকবে একটি 6.2 ইঞ্চি ম্যাক্স ভিশান FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
আরও পড়ুন: Xiaomi কে বাজিমাত করতে পারবে নতুন Huawei P Smart?
ছবি তোলার জন্য Motorola One Power এ থাকবে 16MP+5MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকবে একটি 12MP সেলফি শুটার।
কানেক্টিভিটির জন্য Motorola One Power তে থাকবে Wi-Fi 802.11 a/b/g/n/ac ডুয়াল ব্যান্ড, Bluetooth 5.0, GPS সাথে A-GPS, GLONASS, BeiDou, USB Type-C আর 4G VoLTE। Motorola One Power এর ভিতরে একটি 5000 mAh ব্যাটারি থাকবে। ফাস্ট চার্জিং এ মাত্র 15 মিনিট চার্জন করে ৬ ঘন্টা ব্যবহার করা যাবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন