Huawei P Smart (2019) ফোনে রয়েছে ছোট ‘ডিসপ্লে নচ’, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 3,400 mAh ব্যাটারি। জানুয়ারি মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
10 জানুয়ারি বিক্রি শুরু হবে Huawei P Smart (2019)
লঞ্চ হল Huawei P Smart (2019)। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। Huawei P Smart (2019) ফোনে রয়েছে ছোট ‘ডিসপ্লে নচ', ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর 3,400 mAh ব্যাটারি। জানুয়ারি মাসে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। P Smart (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য
এখনও P Smart (2019) ফোনের দাম জানায়নি Huawei। তবে একটি ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের দাম প্রকাশিত হয়েছে। ইংল্যান্ডের ঐ ওয়েবসাইটে জানানো হয়েছে 249 ইউরো (প্রায় 20,300 টাকা) দামে বিক্রি হবে Huawei P Smart (2019)। আগামী 10 জানুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে বলেও জানিয়েছে ওয়েবসাইটটি।
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Poco F2 ফোনের স্পেসিফিকেশান
Huawei P Smart (2019) ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9 স্কিন। এই ফোনে রয়েছে 6.21 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকবে 2.2GHz HiSilicon Kirin 710 অক্টাকোর চিপসেট। 3GB RAM আর 64GB স্টোরেজে পাওয়া যাবে Huawei P Smart (2019)।
ছবি তোলার জন্য Huawei P Smart (2019) তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8MP ক্যামেরা।
আরও পড়ুন: 2019 সালে এই পরিষেবাগুলি নিয়ে আসছে Jio
Huawei P Smart (2019) ফোনে রয়েছে 3,400 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে এই ফোনে এক চার্জে 4G নেটওয়ার্কে 10 ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করা যাবে। কানেক্টিভিটির জন্য Huawei P Smart (2019) ফোনে থাকছে 4G VoLTE, NFC, Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB OTG, FM রেডিও, GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Operation Undead Is Now Streaming: Where to Watch the Thai Horror Zombie Drama
Aaromaley OTT Release: When, Where to Watch the Tamil Romantic Comedy Online
Mamta Child Factory Now Streaming on Ultra Play: Know Everything About Plot, Cast, and More