2018 সালে সুপারহিট হয়েছিল Poco F1। এই ফোনের পরবর্তী ভার্সান Poco F2 লঞ্চের পরিকল্পনা শুরু করেছে Xiaomi। এবার Geekbench বেঞ্চমার্ক ওয়েবসাইটে Poco F2 ফোনটি দেখা গেল। এই ফোনে থাকছে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Poco F1। ইতিমধ্যেইও F1 ফোনে পৌঁছেছে Android Pie আপডেট। লঞ্চের সময় 20,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হলেও সম্প্রতি দাম কমে মাত্র 19,999 টাকায় Poco F1 এর বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।
Geekbech ওয়েবসাইটে দেখা গিয়েছে Poco F2 ফোনে চলবে Android Pie। এছাড়াও Poco F2 এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট। Poco F1 ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছিল। যদিও অনেকে Poco F2 ফোনে Snapdragon 855 চিপসেট আশা করেছিলেন।
Geekbench ওয়েবসাইটে Poco F2 ফোনে 6GB RAM দেখা গিয়েছে। তবে অন্য ভেরিয়েন্টে এক থেকে বেশি RAM থাকতে পারে। Geekbench এ সিঙ্গেল কোর টেস্টে Poco F2 পেয়েছে 2,321, আর মাল্টিকোরে এই ফোনের স্কোর 7,564। 28 ডিসেম্বর Geekbench ওয়েবসাইটে এই তথ্য আপলোড হয়েছ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন