Poco F1 নতুন MIUI বিটা রম আপডেট পৌঁছাতে শুরু করল। নতুন এই আপডেটে Poco F1 এর পিছনের ক্যামেরা দিয়ে 960fps স্পিডে ভিডিও রেকর্ড করা যাবে। MIUI 8.12.4 আপডেটের হাত ধরে Poco F1 এ এই ফিচার পৌঁছাবে। শিঘ্রই সব Poco F1 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে।
আরও পড়ুন: Poco F1 ফোনে 5,000 টাকা পর্যন্ত ছাড়: কবে, কোথায় পাওয়া যাচ্ছে এই ডিসকাউন্ট?
FoneArena ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই আপডেটের পরে Poco F1 ক্যামেরায় কম আলোতে আরও ভালো ছবি উঠবে। নতুন সুপার লো-লাইট মোড ব্যবহার করে এই ছবি তুলতে হবে। সম্প্রতি Pixel 3 তে পৌঁছে গিয়েছিল Google এর নাইট সাইট ফিচার। কিছুটা একই ভাবে কাজ করবে Xiaomi র সুপার লো-লাইট মোড।
আরও পড়ুন: শুরু হল Flipkart Big Shopping Days সেল: বিশাল ছাড় এই স্মার্টফোনগুলিতে
এখন Poco F1 রিয়ার ক্যামেরায় 120fps আর 240fps স্পিডে ভিডিও রেকর্ড করা যায়। MIUI 8.12.4 আপডেটের সাইজ 184 MB।
Poco F1 এর ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট। এখন সব ফ্ল্যাগশিপেই এই চিপসেট ব্যবহার হয়। ভারতে Poco F1 ফোনের দাম শুরু হচ্ছে 20,999 টাকা থেকে।
.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন