গীকবেঞ্চে তালিকায় লক্ষ্য করা গিয়েছে নতুন ফোল্ডবল হ্যান্ডসেট - Motorola Razr 50s

বিজ্ঞাপন
আপডেট: 25 সেপ্টেম্বর 2024 11:54 IST
হাইলাইট
  • মনে করা হচ্ছে যে, Motorola Razr 50s-টিতে 8GB RAM
  • অনুমান করা হচ্ছে, এটি একক নির্ভুলতা পরীক্ষায় 889 স্কোর পেয়েছে
  • Motorola Razr 50s হ্যান্ডসেটটি স্ট্যান্ডার্ড Razr 50-এর একটি সাশ্রয়ী মূল

Motorola Razr 50s may join the Razr 50 and Razr 50 Ultra in the company's lineup

Photo Credit: Motorola

Lenovo কোম্পানীর অধিনস্ত পরবর্তী ফোল্ডবল স্মার্টফোন হিসেবে উন্মোচিত হতে চলেছে Motorola Razr 50s এবং এটি Razr 50 এর সাশ্রয়ী রূপে আবির্ভূত হতে পারে। একটি বেঞ্চ মার্কিং প্ল্যাটফর্মে হ্যান্ডসেটটির বিভিন্ন স্পেসিফিকেশন, চিপসেট সমন্ধে বিস্তারিত তথ্য, RAM এবং আরো অনেক কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মে তালিকাভুক্ত বিকল্পটি বিভিন্ন ইঙ্গিত দিয়ে থাকে যেমন, কথিত হ্যান্ডসেটটিতে 8জিবি RAM এবং একটি অ্যানড্রয়েড 14 অপারেটিং সিস্টেম (OS) যুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে সম্প্রতি HDR10+ সার্টিফিকেশন ওয়েবসাইটেও Motorola Razr 50 s হ্যান্ডসেটটি দেখা গিয়েছে।

Motorola Razr 50s- এর গিকবেঞ্চ তালিকা:

91Mobile-এর রিপোর্ট অনুযায়ী, গীকবেঞ্চ 6 ক্রস প্ল্যাটফর্ম বেঞ্চমার্ক সাইটে Motorola Razr 50s হ্যান্ডসেটটি লক্ষ্য করা গিয়েছে। এটি একটি ‘aito' নামক ডাব করা মাদারবোর্ড সহ একটি ARMv8 আর্কিটেকচার যুক্ত হয়ে তালিকাভুক্ত করা হয়েছিল। বলা হয়েছে যে, প্রসেসরটি আটটি কোর বিশিষ্ট হয়ে আছে, 2.50GHz-এর চারটি পারফরমেন্স কোর আছে এবং 2.0GHz-এর কার্যক্ষমতা কোরটি দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এটির কোনো চিপসেট প্রকাশ করা হয়নি, অনুমান করা হচ্ছে যে, এটি MediaTek Dimensity 7300X SoC হতে পারে, যেটি বিশ্বব্যাপী Razr 50-কে নিয়ন্ত্রন করে থাকে।

রিপোর্ট অনুযায়ী, এটি 7.28 জিবি RAM এর সাথে Android 14 দ্বারা চালিত হতে পারে। তালিকা অনুযায়ী, গীকবেঞ্চের একককোর পরীক্ষায় এবং মাল্টিকোর পরীক্ষায় Razr 50s হ্যান্ডসেটটি যথাক্রমে 1,040 এবং 3,003 নম্বর পেয়েছে। এই সংখ্যাগুলি Razr 50 Ultra ফোনটির গীকবেঞ্চ স্কোরকে উল্লেখ্যযোগ্য ভাবে কমিয়ে দেখাচ্ছে, যেটি গ্যাজেটস 360-এর পরিচালিত পরীক্ষায় 1,926 এবং 4,950 নম্বর পেয়েছিল। তবে এটি গীকবেঞ্চে একইভাবে নম্বর পাওয়া প্রকৃত Razr 50-এর সাথে তুলনায় ক্ষেত্রে সত্য নয়।

যদিও গ্যাজেটস 360-এর কর্মী, সদস্যরা গীকবেঞ্চ 6.3.0 স্কোরটি যাচাই করতে অক্ষম ছিলেন, কিন্তু এখন হ্যান্ডসেটটির AI স্কোর আমাদের হাতে পেয়েছি। এই তালিকায় উল্লেখ্য Motorola Razr 50s ফোনটি একক নির্ভুলতা পরীক্ষায় 889 স্কোর পেয়েছিল। অপরদিকে অর্ধেক নির্ভুলতা এবং পরিমাপকৃত স্কোরে যথাক্রমে 887 এবং 1895 নম্বর এসেছে।

মনে করা হচ্ছে হ্যান্ডসেটটি যখন লঞ্চ করা হবে, তখন এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ক্লামশেল-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 50 এবং Motorola Razr Ultra-র সাথে লাইনআপে যুক্ত হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung রেকর্ড ভেঙে আনছে সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy S26 Edge
  2. Infinix সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার ফোন আনছে, ডিজাইনে বড় চমক
  3. পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
  4. Samsung ইউজারদের জন্য সুখবর, এই তারিখে পাবেন Android 16 ও One UI 8 আপডেট
  5. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
  6. 8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G
  7. অসম্ভবকে সম্ভব করবে চ্যাটজিপিটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5 প্রকাশ করে চমকে দিল OpenAI
  8. Samsung Galaxy A17 5G অবশেষে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন ও 50MP ক্যামেরার সাথে বাজারে এল
  9. Amazon Great Freedom Festival Sale: হেডফোনে 13,000 টাকা ছাড়, কিনুন 2,599 টাকাতেই
  10. সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.