প্রকাশিত হলো আসন্ন Motorola Razr 50D-হ্যান্ডসেটটির বিভিন্ন স্পেসিফিকেশন
খুব শীঘ্রই Motorola কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নতুন একটি ফোল্ডবল ফোন Motorola Razr 50D। ফোনটি আপাতত জাপানের বাজারে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই জাপানে একটি ওয়েবসাইট ফোনটির বিভিন্ন আকর্ষণীয় বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। যেটি থেকে ফোনটির ডিজাইন সম্মন্ধে ধারণা পাওয়া যাচ্ছে। বর্তমানে ফোনটিকে প্রীঅর্ডারের জন্য উপলব্ধ করা হয়েছে