মোটোরোলা রেজর ফোল্ড-এর বাইরে 6.6 ইঞ্চি OLED ডিসপ্লে ও ভিতরে 8.01 ইঞ্চি ফোল্ডেবল 2K LTPO স্ক্রিন রয়েছে।
Photo Credit: Motorola
Motorola Razr Fold sports an 8.1-inch inner display
Motorola Razr Fold অবশেষে বুধবার কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES) 2026-এ আত্মপ্রকাশ করেছে। এটি মোটোরোলার প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ফোন। সহজ কথায় বললে, ফোনটি বইয়ের মতো ভাঁজ হয়। ভাঁজ খুললে ট্যাবলেট বা বড় স্ক্রিনের ডিভাইসের মতো কাজ করে। ফোল্ডেবল স্মার্টফোনটির ভিতরে 8.1 ইঞ্চি ডিসপ্লে ও বাইরে 6.6 ইঞ্চি স্ক্রিন (কভার) আছে। এতে স্টাইলাস পেন সাপোর্টও যুক্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অন-ডিভাইস AI ফিচার্স দেওয়া হয়েছে। Motorola Razr Fold তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে, যার প্রতিটি 50 মেগাপিক্সেলের। চলুন এই ফোন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফোল্ডেবল ফোন মানেই তাতে ইন্টার্নাল (অভ্যন্তরীণ) ও এক্সটার্নাল (বাহ্যিক) ডিসপ্লে থাকবে। মোটোরোলা রেজর ফোল্ড মডেলের বাইরে 6.6 ইঞ্চি OLED ডিসপ্লে আছে। অভ্যন্তরে 8.01 ইঞ্চি ফোল্ডেবল LTPO স্ক্রিন রয়েছে, যা 2K রেজোলিউশন অফার করে। রিফ্রেশ রেট বা অন্যান্য ডিসপ্লে ফিচার্স এখনও প্রকাশ হয়নি। ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে বলে আশা করা হচ্ছে।
Motorola Razr Fold তিনটি রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুম-যুক্ত 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। পিছনের ক্যামেরায় ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সমর্থন আছে। এই ফোনে ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে মোট পাঁচটি ক্যামেরা।
মোটোরোলার প্রথম ফোল্ডেবল ফোনের কভার স্ক্রিনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা ও ভিতরে সিঙ্গেল 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি একঝাঁক অন-ডিভাইস AI ফিচার পেয়েছে, যার মধ্যে সবার প্রথমে ক্যাচ মি আপ বৈশিষ্ট্যের কথা বলতে হয়। এটি ইউজারের কল ও মেসেজের সংক্ষিপ্ত সারাংশ বা সামারি দেখায়। ফলে প্রতিটি নোটিফিকেশন আলাদা করে খুলে দেখার প্রয়োজন হয় না।
Motorola Razr Fold ফোনে স্টাইলাস ইনপুটের জন্য Moto Pen Ultra সাপোর্ট থাকবে। তবে সংস্থা নিশ্চিত করেনি যে স্টাইলাস ফোনের সঙ্গে বক্সে থাকবে, নাকি আলাদা বিক্রি হবে। এটি প্যানটোন লিলি হোয়াইট ও প্যানটোন ব্ল্যাকেন্ড ব্লু কালার অপশনে এসেছে। তবে সংস্থা এখনও ফোল্ডেবল ফোনটির প্রসেসর, ব্যাটারি, ও ডাইমেনশন সম্পর্কিত তথ্য প্রকাশ করেনি। এমনকি দামও ঘোষণা হয়নি। মোটোরোলা খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা যায়। উল্লেখ্য, লেনোভোর মালিকানাধীন সংস্থাটি CES 2026 ইভেন্টে Qira নামে একটি ইউনিফায়েড AI প্ল্যাটফর্ম এবং Projrct Maxwell AI ডিভাইস উন্মোচন করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Turbo 6, Turbo 6V Launched With 9,000mAh Battery, Snapdragon Chipsets: Price, Specifications
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red