Oppo F31 5G সিরিজ IP66, IP68, ও IP69 রেটিং সহ এসেছে
Photo Credit: Oppo
Oppo F31 5G সিরিজ সপ্তাহের প্রথম দিনেই ভারতে লঞ্চ হয়েছে। Oppo F31, Oppo F31 Pro, ও Oppo F31 Pro+ মডেলের তিনটি স্মার্টফোনের ঘোষণা করেছে সংস্থা। ওপ্পোর দাবি, নতুন ফোনগুলি দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, উন্নত হিট ম্যানেজমেন্ট বা তাপ অপসারণ ব্যবস্থা, ও অত্যাধুনিক কানেক্টিভিটির সমন্বয়ে তৈরি করা হয়েছে। Oppo F31 5G লাইনআপের প্রতিটি মডেল IP66, IP68, ও IP69 রেটিং সহ এসেছে। এর ফলে জল বা ধুলো ভিতরে প্রবেশ করে ক্ষতি করতে পারবে না। ফোনগুলির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে আলট্রা-স্লিম AMOLED ডিসপ্লে, OIS বা অ্যান্টি-শেক ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 24 জিবি পর্যন্ত র্যাম (12 জিবি ভার্চুয়াল), 360 ডিগ্রি আর্মর বডি সহ আরও অনেক কিছু।
ভারতে Oppo F31 5G এর 8 জিবি + 128 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা। ফোনটি মিডনাইট ব্লু, ক্লাউড গ্রিন, এবং ব্লুম রেড রঙে উপলব্ধ। Oppo F31 Pro 5G এর বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ 26,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজে অপশনেও পাওয়া যাবে। এদের দাম যথাক্রমে 28,999 টাকা ও 30,999 টাকা। এটি ডেজার্ট গোল্ড এবং স্পেস গ্রে রঙে কেনা যাবে।
অন্যদিকে, সিরিজের টপ মডেল, Oppo F31 Pro+ 5G কিনতে খরচ হবে 32,999 টাকা (8 জিবি + 256 জিবি)। হ্যান্ডসেটটির 12 জিবি র্যাম ভেরিয়েন্ট আছে যার দাম 34,999 টাকা। ফোনটি জেমস্টোন ব্লু, ফেস্টিভ পিঙ্ক, ও হিমালয়ান হোয়াইট কালার অপশনে এসেছে। Oppo F31 Pro 5G ও F31 Pro+ 5G ভারতে সেপ্টেম্বর 19 থেকে কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে বিক্রি হবে। তবে স্ট্যান্ডার্ড Oppo F31 5G মডেলটির সেল সেপ্টেম্বর 27 শুরু হবে।
Oppo F31 5G সিরিজের প্রতিটি মডেলে কিছু ফিচার কমন৷ যেমন ফোনগুলিতে মাল্টি-লেয়ার এয়ারব্যাগ স্ট্রাকচার সহ 360 ডিগ্রি আর্মর বডি রয়েছে, যা অভ্যন্তরীণ অংশকে সুরক্ষিত রাখে। এরোস্পেস-গ্রেড AM04 অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম আগের তুলনায় 10 শতাংশ বেশি মজবুত। Pro+ মডেলে 5,219 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। অন্য দিকে, Pro ও বেস ভেরিয়েন্টে যথাক্রমে 4,363 বর্গ মিমি এবং 4,300 বর্গ মিমি ভেপার চেম্বার রয়েছে। আবার প্রতিটি মডেলেই এক্সপ্যান্ডেড গ্রাফাইট লেয়ার দেওয়া হয়েছে, যা ডিভাইসকে দ্রুত গরম হতে বাধা দেয়।
Oppo F31 5G, Oppo F31 Pro 5G, এবং Oppo F31 Pro+ 5G তিনটি মডেলেই 7,000mAh ব্যাটারি রয়েছে। 80W ফ্ল্যাশ চার্জ এক ঘণ্টার একটু বেশি সময়ে পুরো ব্যাটারি চার্জ করে দেবে। ফোনগুলি রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিংও সাপোর্ট করে। এআই ভয়েসস্ক্রাইব ফিচার 29টি ভাষায় কল ও মিটিং ট্রান্সক্রাইব এবং অনুবাদ করতে পারে। এছাড়াও, এডিটিং ও প্রোডাক্টিভিটি সম্পর্কিত একাধিক AI টুলস আছে।
Oppo F31 5G সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে 6.5 ইঞ্চি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ। ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4X র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ছবি ও ভিডিয়ো তোলার জন্য, ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল সেন্সর ও 2 মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। নতুন ডিভাইসটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে চলে। ওপ্পো দু'টি মেজর OS আপগ্রেড এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Oppo F31 Pro 5G ও Oppo F31 Pro+ 5G উভয়ের সামনে 6.8 ইঞ্চি আলট্রা স্লিম AMOLED ডিসপ্লে আছে যার রিফ্রেশ রেট 120 হার্টজ। স্মার্টফোন দু'টি যথাক্রমে MediaTek Dimensity 7300 Energy ও Snapdragon 7 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল সেন্সর ও 2 মেগাপিক্সেলের মনোক্রম ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনগুলি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। ওপ্পো দু'টি মেজর OS আপগ্রেড এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.