Oppo F31 5G সিরিজ মজবুত উপকরণ দিয়ে তৈরি হবে। এটি সহজে যেমন ভাঙবে না, তেমনই জল ও ধুলো থেকে রক্ষা করবে।
Photo Credit: Oppo
Oppo F31 5G সিরিজকে ডিউরেবল চাম্পিয়ন বলা হচ্ছে
Oppo F31 5G সিরিজ যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে ভারতে পা রাখছে। সংস্থা তাদের নতুন লাইনআপের লঞ্চের তারিখ এবং ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই সিরিজে তিনটি মডেল থাকতে পারে — Oppo F31 5G, Oppo F31 Pro 5G, ও Oppo F31 Pro+ 5G। "ডিউরেবেল চাম্পিয়ন" ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে ফোনগুলির প্রচার করা হচ্ছে। অর্থাৎ Oppo F31 5G সিরিজ মজবুত উপকরণ দিয়ে তৈরি হবে। এটি সহজে যেমন ভাঙবে না, তেমনই জল ও ধুলো থেকে রক্ষা করবে। তিনটি স্মার্টফোনেই 7,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে।
ওপ্পো তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে জানিয়েছে, Oppo F31 5G সিরিজ ভারতে সেপ্টেম্বর 15 দুপুর 12টার সময় লঞ্চ হবে। এটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আসবে এবং Oppo F29 সিরিজের উত্তরসূরী হবে, যা এই বছর মার্চ মাসে এ দেশে লঞ্চ হয়েছিল। টিজার পোস্টে দু'টি ফোন দেখানো হয়েছে, যার মধ্যে একটি মডেল সোনালী বা শ্যাম্পেন রঙের এবং ক্যামেরা মডিউলে রেডিয়াল প্যাটার্নের টেক্সচার্ড ব্যাক আছে। আরেকটি মডেল গাঢ় নীল রঙের। দুটি ফোনেই বৃত্তাকার ক্যামেরা মডিউল বর্তমান।
রিপোর্ট বলছে, বেস Oppo F31 5G মডেলটির দাম দেশের বাজারে 20,000 টাকার নিচে থাকবে। খবরটি সত্যি হলে, Oppo F29 এর থেকে অনেকটাই সস্তা হবে। যার লঞ্চের সময় দাম 23,999 টাকা (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু হয়েছিল। অন্য দিকে, Oppo F31 Pro 5G এবং Oppo F31 Pro+ 5G কিনতে যথাক্রমে 30,000 টাকা ও 35,000 টাকার মধ্যে খরচ হবে বলে আশা করা হচ্ছে।
Oppo F31 5G সিরিজের প্রতিটি মডেলে IP66, IP68, ও IP69 জলরোধী রেটিং থাকতে পারে। সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। 360 ডিগ্রি আর্মার বডি ও আলট্রা স্লিম ডিজাইন এই সিরিজের বড় হাইলাইট হতে পারে। Oppo F31 5G ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.57 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকতে পারে। সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। Oppo F31 Pro 5G একই ডিসপ্লে সহ আসবে বলে জানা গিয়েছে, তবে ভিতরে MediaTek Dimensity 7300 Energy চিপ ব্যবহার করা হবে।
এটি একই রিয়ার ক্যামেরা সেটআপ পেতে পারে, তবে বেস ভেরিয়েন্টের 16 মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে 32 মেগাপিক্সেল লেন্স দেওয়া হবে। সিরিজের টপ মডেল, Oppo F31 Pro+ ফোনটিতে 6.79 ইঞ্চির 120 হার্টজ AMOLED ডিসপ্লে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এটি Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলতে পারে যা 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন