Oppo F31 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
Photo Credit: X/Yogesh Brar
এই সিরিজে Oppo F31, Oppo F31 Pro, ও Oppo F31 Pro+ ভারতে আসবে
Oppo F31 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে। সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে একটি রিপোর্ট থেকে ফোনগুলির লঞ্চের তারিখ ও দাম ফাঁস হয়েছে। এই সিরিজে তিনটি মডেল থাকতে পারে — Oppo F31, Oppo F31 Pro, ও Oppo F31 Pro+। বেস ও প্রো মডেলে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার হতে পারে। তবে লাইনআপের সবচেয়ে দামি Oppo F31 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকার সম্ভাবনা। ওপ্পোর আসন্ন ফোনগুলিতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
91Mobiles এর রিপোর্ট অনুসারে, Oppo F31 সিরিজ ভারতে সেপ্টেম্বর 12 লঞ্চ হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের X পোস্ট থেকে জানা গিয়েছে, বেস Oppo F31 মডেলটির দাম দেশের বাজারে 20,000 টাকার নিচে থাকবে। অন্য দিকে, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ কিনতে যথাক্রমে 30,000 টাকা ও 35,000 টাকার মধ্যে খরচ হবে বলে আশা করা হচ্ছে।
ফোনগুলির ছবিও অনলাইনে ফাঁস হয়েছে। Oppo F31 এর ব্যাক প্যানেলে বর্গাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ক্যামেরা সেন্সরগুলি একটি LED ফ্ল্যাশের সাথে উল্লম্বভাবে সারিবদ্ধ। ফোনটি লাল, বেগুনি, এবং নীল রঙে দেখা গিয়েছে। Oppo F31 Pro গোলাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড সহ আসছে। এটি গোল্ড ও গ্রে কালার অপশনে পাওয়া যেতে পারে। Oppo F31 Pro+ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল পেয়েছে। এটি সাদা, গোলাপী ও নীল রঙের বিকল্পে দেখা গিয়েছে।
Oppo F31 সিরিজে ধুলো এবং জলের প্রবেশ আটকাতে IP66+IP68+IP69 রেটিং থাকবে বলে দাবি করা হচ্ছে। লাইনআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। সামনের দিকে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। তবে সিরিজের তিনটি মডেলের বৈশিষ্ট্য একই রকম হবে কিনা, তা স্পষ্ট নয়।
Oppo F31 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 3 প্রসেসর, 12 জিবি র্যাম, ও 256 জিবি স্টোরেজ পাওয়া বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, Oppo F29 সিরিজ মার্চ 20 ভারতে লঞ্চ হয়েছিল। Oppo F29 এবং F29 Pro উভয় ফোনে FHD+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেল দু'টি যথাক্রমে Snapdragon 6 Gen 1 ও Dimensity 7300 Energy প্রসেসর দ্বারা চালিত। দুই ফোনেই 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন