7,000mAh ব্যাটারি সহ Oppo F31 সিরিজ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, দাম ফাঁস হল

Oppo F31 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

7,000mAh ব্যাটারি সহ Oppo F31 সিরিজ আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, দাম ফাঁস হল

Photo Credit: X/Yogesh Brar

এই সিরিজে Oppo F31, Oppo F31 Pro, ও Oppo F31 Pro+ ভারতে আসবে

হাইলাইট
  • Oppo F31 সিরিজ 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে
  • প্রতিটি ফোনের IP66+IP68+IP69 জলরোধী রেটিং থাকতে পারে
  • Oppo F31 এর দাম 20,000 টাকার নিচে থাকবে
বিজ্ঞাপন

Oppo F31 সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছে। সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে একটি রিপোর্ট থেকে ফোনগুলির লঞ্চের তারিখ ও দাম ফাঁস হয়েছে। এই সিরিজে তিনটি মডেল থাকতে পারে — Oppo F31, Oppo F31 Pro, ও Oppo F31 Pro+। বেস ও প্রো মডেলে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার হতে পারে। তবে লাইনআপের সবচেয়ে দামি Oppo F31 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 3 প্রসেসর থাকার সম্ভাবনা। ওপ্পোর আসন্ন ফোনগুলিতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

ভারতে Oppo F31 সিরিজ লঞ্চের তারিখ, দাম (রিপোর্ট)

91Mobiles এর রিপোর্ট অনুসারে, Oppo F31 সিরিজ ভারতে সেপ্টেম্বর 12 লঞ্চ হতে পারে। টিপস্টার যোগেশ ব্রারের X পোস্ট থেকে জানা গিয়েছে, বেস Oppo F31 মডেলটির দাম দেশের বাজারে 20,000 টাকার নিচে থাকবে।  অন্য দিকে, Oppo F31 Pro, এবং Oppo F31 Pro+ কিনতে যথাক্রমে 30,000 টাকা ও 35,000 টাকার মধ্যে খরচ হবে বলে আশা করা হচ্ছে।

ফোনগুলির ছবিও অনলাইনে ফাঁস হয়েছে। Oppo F31 এর ব্যাক প্যানেলে বর্গাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে। ক্যামেরা সেন্সরগুলি একটি LED ফ্ল্যাশের সাথে উল্লম্বভাবে সারিবদ্ধ। ফোনটি লাল, বেগুনি, এবং নীল রঙে দেখা গিয়েছে। Oppo F31 Pro গোলাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড সহ আসছে। এটি গোল্ড ও গ্রে কালার অপশনে পাওয়া যেতে পারে। Oppo F31 Pro+ একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল পেয়েছে। এটি সাদা, গোলাপী ও নীল রঙের বিকল্পে দেখা গিয়েছে।

Oppo F31 সিরিজের স্পেসিফিকেশন, ফিচার্স

Oppo F31 সিরিজে ধুলো এবং জলের প্রবেশ আটকাতে IP66+IP68+IP69 রেটিং থাকবে বলে দাবি করা হচ্ছে। লাইনআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। সামনের দিকে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। তবে সিরিজের তিনটি মডেলের বৈশিষ্ট্য একই রকম হবে কিনা, তা স্পষ্ট নয়।

Oppo F31 Pro+ ভেরিয়েন্টে Snapdragon 7 Gen 3 প্রসেসর, 12 জিবি র‍্যাম, ও 256 জিবি স্টোরেজ পাওয়া বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, Oppo F29 সিরিজ মার্চ 20 ভারতে লঞ্চ হয়েছিল। Oppo F29 এবং F29 Pro উভয় ফোনে FHD+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। স্ট্যান্ডার্ড ও প্রো মডেল দু'টি যথাক্রমে Snapdragon 6 Gen 1 ও Dimensity 7300 Energy প্রসেসর দ্বারা চালিত। দুই ফোনেই 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Flipkart Festive Dhamaka Sale: ফ্লিপকার্টে শুরু ফেস্টিভ ধামাকা সেল, প্রিমিয়াম ফোনে বাম্পার ছাড়
  2. 6,999 টাকার ফোনে 6 বছর পর্যন্ত Android আপডেট, বড় চমক নিয়ে ভারতে হাজির Samsung Galaxy M07
  3. Upcoming Smartphones in October 2025: অক্টোবরে ধামাকা, বাজার কাঁপাতে আসছে ভিভো, ওয়ানপ্লাসরা
  4. Lava Agni 4: চাইনিজ ব্র্যান্ডদের ঘোল খাইয়ে ছাড়বে স্বদেশি স্মার্টফোন, আসছে লাভা অগ্নি 4
  5. iQOO 15 তুখোড় ফিচার্সের সঙ্গে নভেম্বরে ভারতে লঞ্চ হতে পারে, দাম নিয়ে বড় খবর
  6. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  7. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  8. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  9. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  10. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »