Oppo Reno 14 5G সিরিজে থাকবে Gradient Aura ডিজাইন
Photo Credit: Oppo
চীনে আত্মপ্রকাশের প্রায় দু'মাস পর, Oppo Reno 14 5G সিরিজ আজ, বৃহস্পতিবার, জুলাই 3 ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে দুটি প্রিমিয়াম ফোন আসবে — Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G। প্রতিটি ফোন Amazon এবং Flipkart-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। Oppo Reno 14 Pro 5G-এর ভারতীয় ভেরিয়েন্টে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকবে শোনা যাচ্ছে। Reno14 সিরিজের উভয় মডেলে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) পরিচালিত বেশ কিছু এডিটিং টুল থাকবে। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে ভারতে Oppo Reno 14 5G সিরিজের সম্ভাব্য দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন, ফিচার্সের সমস্ত খুঁটিনাটি তুলে ধরা হল।
Oppo Reno 14 5G সিরিজটি ভারতে আজ,দুপুর 12 টায় লঞ্চ করা হবে। লঞ্চটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে৷ কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও ইউটিউবের মাধ্যমে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
উল্লেখ্য, Oppo Reno 14 5G এর চাইনিজ ভেরিয়েন্টটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে - মারমেইড, পিনেলিয়া গ্রিন এবং রিফ ব্ল্যাক। অন্যদিকে, Oppo Reno 14 Pro 5G লিলি পার্পল, মারমেইড, পিনেলিয়া গ্রিন এবং রিফ ব্ল্যাক রঙে উপলব্ধ ।
ভারতে Oppo Reno 14 5G সিরিজের দাম এখনও অজানা, তবে চীনা ভার্সনের সাথে সামঞ্জস্য রেখেই মূল্য নির্ধারণ করা হবে বলে শোনা যাচ্ছে। Oppo Reno 14 5G-এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম চীনে 2,799 ইউয়ান যা ভারতীয় মুদ্রায় প্রায় 33,200 টাকা। অন্যদিকে, 16GB + 256GB মডেলের দাম 2,999 ইউয়ান (প্রায় 35,600 টাকা)। এছাড়া, ওপ্পো 12GB + 512GB, 16GB + 512GB এবং 16GB + 1TB ভেরিয়েন্টও নিয়ে এসেছে। এই মডেলগুলির দাম যথাক্রমে 3,099 ইউয়ান (প্রায় 36,800 টাকা), 3,299 ইউয়ান (প্রায় 39,100 টাকা) এবং 3,799 ইউয়ান (প্রায় 45,100 টাকা)।
সিরিজের টপ মডেল, Oppp Reno 14 Pro 5G-এর বেস 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 3,499 ইউয়ান (প্রায় 41,500 টাকা)। আর 12GB + 512GB এবং 16GB + 512GB স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 3,799 ইউয়ান (প্রায় 45,100 টাকা) এবং 3,999 ইউয়ান (প্রায় 47,400 টাকা)। সবথেকে প্রিমিয়াম 16GB + 1TB ভেরিয়েন্টের মূল্য 4,499 ইউয়ান (প্রায় 53,400 টাকা) রাখা হয়েছে।
Oppo Reno 14 5G এবং Reno 14 Pro 5G এর চাইনিজ ও গ্লোবাল ভেরিয়েন্টে যথাক্রমে 6.59 ইঞ্চি এবং 6.83 ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট অফার করে। প্যানেলগুলি 1,200 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস এবং 3,840Hz PWM ডিমিং রেট সাপোর্ট করে। ফোনগুলির স্ক্রিনে ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। Oppo Reno 14 5G সিরিজ স্প্ল্যাশ টাচ এবং গ্লোভ মোড সাপোর্ট করে, অর্থাৎ হাতে গ্লাভস বা আঙুল ভেজা থাকলেও টাচ কাজ করবে।
ফটোগ্রাফির কথা বললে, Oppo Reno 14 Pro 5G এর চীনা ভেরিয়েন্টের মতো ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে মনে করা হচ্ছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ও একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Reno 14 5G ফোনটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ব্যবহার হয়েছে৷ উভয় হ্যান্ডসেটেই সেলফি এবং ভিডিও কলের জন্য 50-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকতে পারে।
Oppo Reno 14 5G মডেলটি MediaTek Dimensity 8350 চিপসেটের সাথে আসবে, যেখানে Reno 14 Pro 5G ফোনটিতে Dimensity 8450 প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ বর্তমান। এই ফোনে Android 15-ভিত্তিক ColorOS 15 প্রি-ইনস্টল করা আছে। Oppo Reno 14 5G সিরিজে ভয়েস এনহ্যান্সার, এআই এডিটর 2.0, এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফার এবং এআই লাইভফটো 2.0-এর মতো বেশ কিছু AI-সমর্থিত ফিচার্স রয়েছে বলে জানা গিয়েছে।
ওপ্পো রেনো 14 5G এর চাইনিজ ভেরিয়েন্টে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি রয়েছে। ওপ্পো রেনো 14 প্রো 5G আরও কিছুটা বড় 6,200mAh ব্যাটারি পেয়েছে যা 50W AIRVOOC ওয়্যারলেস দ্রুত চার্জিংও সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.