Oppo Reno 14 সিরিজ জুলাইয়ে লঞ্চ হয়েছিল
Photo Credit: Oppo
Oppo Find X9 সিরিজ গত সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। Find X9 ও Find X9 Pro মডেলের দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এনেছে সংস্থা। এবার Reno 15 সিরিজের অধীনে নতুন মিড-রেঞ্জ ফোন বাজারে আনার প্রস্তুতি আরম্ভ করল তারা। Oppo Reno 15 Pro Max নতুন লাইনআপের সবথেকে পাওয়ারফুল মডেল হতে চলেছে। এখন ফোনটির ডিসপ্লে এবং ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। মেইন ক্যামেরায় Samsung-এর তৈরি 200 মেগাপিক্সেল সেন্সর থাকবে বলে জানা গেছে। এছাড়াও, আসন্ন ডিভাইসটির ফ্ল্যাট OLED স্ক্রিন 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
Oppo Reno 15 Pro Max ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ইঙ্গিত, ফোনটির প্রাইমারি ক্যামেরার দায়িত্ব সামলাবে 200 মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 সেন্সর। সঙ্গে 50 মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আলট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা থাকবে। রিপোর্ট অনুযায়ী, হ্যান্ডসেটটিতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও LUMO ক্যামেরা প্রযুক্তি পাওয়া যেতে পারে।
ওপ্পো রেনো 15 প্রো ম্যাক্স একটি 6.78 ইঞ্চি LTPO ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসতে পারে, যা 1.5K রেজোলিউশন ও 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট প্রদান করতে পারবে বলে আশা করা হচ্ছে। ডিউরাবিলিটি বৃদ্ধির জন্য মেটাল ফ্রেম ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসরে চলতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, 6,500mAh ব্যাটারি পাওয়া যাবে।
ওপ্পোর নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনে Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকবে। এছাড়াও, মডেলটিতে Wi-Fi 7, এনএফসি (NFC), এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্য থাকতে পারে। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, Oppo Find X9 ও Find X9 Pro অক্টোবর 16, গত বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। উভয় ফোনে ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500 প্রসেসর, Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন, 7,000mAh-এর থেকেও বেশি ক্ষমতার ব্যাটারি, Hasselblad-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম, এবং IP66 + IP68 + IP69 ট্রিপল ধুলো ও জল প্রতিরোধী রেটিং আছে। Pro ভেরিয়েন্টে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা উপলব্ধ।
চীনে Oppo Find X9-এর বেস 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,399 ইউয়ান (প্রায় 54,300 টাকা) রাখা হয়েছে। অন্য দিকে, Oppo Find X9 Pro-এর মূল্য 5,299 ইউয়ান (প্রায় 65,400 টাকা) থেকে শুরু হয়ে সর্বোচ্চ 6,699 ইউয়ান (প্রায় 82,700) টাকা পর্যন্ত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.