Oppo Reno 15 Pro Max এই বছরের শেষে চীনে লঞ্চ হবে। এটি ভারতে আসতে পারে 2026 সালের প্রথমার্ধে।
Oppo Reno 14 Pro 5G-তে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স আছে
Oppo Reno সিরিজের ফোনগুলির সবথেকে বড় বিশেষত্ব হল, স্টাইলিশ ডিজাইন এবং ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো পারফরম্যান্স। পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিতেও সুনাম অর্জন করেছে। লাইনআপটির লেটেস্ট মডেল Reno 14 ও Reno 14 Pro জুলাইয়ে ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে এদের উত্তরসূরী মডেল তৈরি করে ফেলেছে কোম্পানি। এখন Reno 15 সিরিজ নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। Oppo Reno 15 Pro Max নামে একটি ফোন ভারতে আসছে। এতে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি থাকবে। এর দামও ফাঁস হয়েছে। Apple-এর ধাঁচে Pro Max নামকরণ সংস্থাটির মার্কেটিং কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।
স্মার্টপিক্সের একটি রিপোর্ট অনুসারে, Oppo Reno 15 Pro Max-এর সবথেকে শক্তিশালী সেলিং পয়েন্ট হবে ক্যামেরা সেটআপ। ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 200 মেগাপিক্সেল সেন্সর মিলবে। এটি Samsung ISOCELL HP5 সেন্সর বলে জানা গিয়েছে। পাশাপাশি একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।
সামনের দিকে, একটি 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে, যা পোর্ট্রেট এবং ভ্লগ উভয়ের জন্য সন্তুষ্টি প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। ডিসপ্লে হিসেবে একটি 6.78 ইঞ্চি ফ্ল্যাট LTPO OLED প্যানেল মিলবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ওপ্পো রেনো 15 প্রো ম্যাক্স মডেলে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে, যা কোয়ালকমের নতুন Snapdrahon 8 Gen 5 চিপসেটকে টেক্কা দিতে তৈরি হয়েছে। এটি পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির মধ্যে ভারসাম্য নিশ্চিত করে। এছাড়া আসন্ন ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট থাকতে পারে। এটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলতে পারে।
Oppo Reno 15 Pro Max এই বছরের শেষে চীনে লঞ্চ হবে। এটি ভারতে আসতে পারে 2026 সালের প্রথমার্ধে। রিপোর্ট অনুসারে, দাম 55,000 টাকার মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, Oppo Reno 14 Pro 5G-এর দাম ভারতে 49,999 টাকা থেকে শুরু হয়েছিল যা 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 54,999 টাকা। লঞ্চ হওয়ার সময় বেস Oppo Reno 14 5G মডেলটির দাম 37,999 টাকা থেকে শুরু হয়েছিল (8 জিবি + 256 জিবি)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন