200MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি সহ ঝড় তুলতে আসছে Oppo Reno 15 Pro Max

Oppo Reno 15 Pro Max এই বছরের শেষে চীনে লঞ্চ হবে। এটি ভারতে আসতে পারে 2026 সালের প্রথমার্ধে।

200MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি সহ ঝড় তুলতে আসছে Oppo Reno 15 Pro Max

Oppo Reno 14 Pro 5G-তে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স আছে

হাইলাইট
  • Oppo Reno 15 Pro Max-এর-এর হাইলাইট হবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  • ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে
  • এটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলতে পারে
বিজ্ঞাপন

Oppo Reno সিরিজের ফোনগুলির সবথেকে বড় বিশেষত্ব হল, স্টাইলিশ ডিজাইন এবং ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো পারফরম্যান্স। পাশাপাশি ক্যামেরা কোয়ালিটিতেও সুনাম অর্জন করেছে। লাইনআপটির লেটেস্ট মডেল Reno 14 ও Reno 14 Pro জুলাইয়ে ভারতে লঞ্চ হয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যে এদের উত্তরসূরী মডেল তৈরি করে ফেলেছে কোম্পানি। এখন Reno 15 সিরিজ নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। Oppo Reno 15 Pro Max নামে একটি ফোন ভারতে আসছে। এতে 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি থাকবে। এর দামও ফাঁস হয়েছে। Apple-এর ধাঁচে Pro Max নামকরণ সংস্থাটির মার্কেটিং কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

Oppo Reno 15 Pro Max স্পেসিফিকেশন ফাঁস হল 

স্মার্টপিক্সের একটি রিপোর্ট অনুসারে, Oppo Reno 15 Pro Max-এর সবথেকে শক্তিশালী সেলিং পয়েন্ট হবে ক্যামেরা সেটআপ। ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 200 মেগাপিক্সেল সেন্সর মিলবে। এটি Samsung ISOCELL HP5 সেন্সর বলে জানা গিয়েছে। পাশাপাশি একটি 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও একটি 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। 

সামনের দিকে, একটি 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে, যা পোর্ট্রেট এবং ভ্লগ উভয়ের জন্য সন্তুষ্টি প্রদান করবে বলে দাবি করা হচ্ছে। ডিসপ্লে হিসেবে একটি 6.78 ইঞ্চি ফ্ল্যাট LTPO OLED প্যানেল মিলবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

ওপ্পো রেনো 15 প্রো ম্যাক্স মডেলে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে, যা কোয়ালকমের নতুন Snapdrahon 8 Gen 5 চিপসেটকে টেক্কা দিতে তৈরি হয়েছে। এটি পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির মধ্যে ভারসাম্য নিশ্চিত করে। এছাড়া আসন্ন ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 এবং NFC সাপোর্ট থাকতে পারে। এটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলতে পারে।

Oppo Reno 15 Pro Max ভারতে কখন ও কেমন দামে লঞ্চ হবে

Oppo Reno 15 Pro Max এই বছরের শেষে চীনে লঞ্চ হবে। এটি ভারতে আসতে পারে 2026 সালের প্রথমার্ধে। রিপোর্ট অনুসারে, দাম 55,000 টাকার মধ্যে থাকতে পারে। প্রসঙ্গত, Oppo Reno 14 Pro 5G-এর দাম ভারতে 49,999 টাকা থেকে শুরু হয়েছিল যা 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 54,999 টাকা। লঞ্চ হওয়ার সময় বেস Oppo Reno 14 5G মডেলটির দাম 37,999 টাকা থেকে শুরু হয়েছিল (8 জিবি + 256 জিবি)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ces_story_below_text

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির Realme 16 Pro সিরিজের সেল শুরু হল, 5,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি
  2. 108MP ক্যামেরার Redmi Note 15 5G স্মার্টফোনে ধামাকা সেল, 3000 টাকা ছাড়ে কেনার সুবর্ণ সুযোগ
  3. Gmail: জিমেইল আর আগের মতো নেই, কৃত্রিম বুদ্ধিমত্তার স্পর্শে রাতারাতি বদলে গেল
  4. Itel Zeno 20 Max মাত্র 5,799 টাকায় আইফোনের মতো ফিচার নিয়ে লঞ্চ হল
  5. Oppo Pad 5: খাতায় পেন দিয়ে লেখার মতো অভিজ্ঞতা দেবে ওপ্পোর নতুন ট্যাব, স্টুডেন্টদের জন্য গেমচেঞ্জার
  6. OnePlus Turbo 6 সিরিজ বাজার কাঁপিয়ে বিশাল 9000mAh ব্যাটারি ও 16GB র‍্যামের সাথে লঞ্চ হল
  7. 6,500mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরার সঙ্গে Poco M8 Pro 5G হাজির, নেটওয়ার্ক ছাড়াই করবে কল!
  8. Oppo Reno 15 সিরিজ ভারতে 200MP ও 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Poco M8 5G ভারতে 3D কার্ভড ডিসপ্লে ও 4K ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, প্রথম সেলে 3,000 টাকা ছাড়
  10. Oppo ও Realme বছরের শুরুতেই এক হওয়ার সিদ্ধান্ত নিল, ফোন বা সার্ভিস কি বন্ধ হয়ে যাবে?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »