Poco M7 was launched in india in March, 2025
Photo Credit: Poco
Poco তাদের নতুন M সিরিজের স্মার্টফোন ভারতে আনার ঘোষণা করেছে। শাওমির সহযোগী সংস্থাটি এখনও আসন্ন ফোনগুলোর নাম প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Poco M8 এবং Poco M8 Pro শীঘ্রই ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। সূত্র বলছে যে Poco M8 জানুয়ারির মাঝামাঝি সময়ে আত্মপ্রকাশ করতে পারে, যেখানে Poco M8 Pro লঞ্চ হতে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সময় লাগতে পারে। উভয় স্মার্টফোনের ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্টে কিছুটা আলাদা স্পেসিফিকেশন দেওয়া হতে পারে। প্রসঙ্গত, Poco M সিরিজের লেটেস্ট মডেল M7 Plus 5G এই বছর আগস্টে ভারতে এসেছিল।
পোকোর ভারতীয় শাখা যে টিজার ভিডিও প্রকাশ করেছে, যেখান থেকে শুধু M সিরিজের নতুন মডেল রিলিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করা গিয়েছে। টিজারে ডিজাইন বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে আগের বিভিন্ন প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, Poco M8 আসলে Redmi Note 15-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্য দিকে, Poco M8 Pro মডেলটি Redmi Note 15 Pro+ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। ফোনগুলোর ভারতীয় ও গ্লোবাল সংস্করণের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকতে পারে। বলা হচ্ছে, Poco M8-এর ভারতীয় সংস্করণে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। অন্য দিকে, Poco M8 Pro গ্লোবাল ভার্সন স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় চার গুণ উন্নত রেজোলিউশনের 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করতে পারে।
Poco M8 সিরিজের রেন্ডার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। উভয় ফোনকেই কালো এবং নীল রঙে দেখা গিয়েছে। পাশাপাশি ডুয়াল-টোন সিলভার এবং কালো রঙের অপশন থাকতে পারে। ফোনদ্বয়ের পিছনের প্যানেলের ডানদিকের নিচের কোণে পোকোর ব্র্যান্ডিং লক্ষ্য করা যায়। দু'টি ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে।
প্রসঙ্গত, Redmi Note 15 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে। রেডমি তাদের ওয়েবসাইটে ফোনটির ডিসপ্লে স্পেসিফিকেশন, ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং ডিটেলস, চিপসেটের নাম, এবং ক্যামেরা ফিচার্স প্রকাশ করেছে। ফোনে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে মিলবে যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
রেডমির নতুন ফোন Snapdragon 6 Gen 3 প্রসেসরে চলবে। এতে 5,520mAh ব্যাটারি মিলবে যা 45W ফাস্ট চার্জিং সমর্থন করবে। হ্যান্ডসেটটি 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে আসছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.