Realme 15 Pro Game of Thrones এডিশনে সাধারণ মডেলের মতোই স্পেসিফিকেশন আছে
Photo Credit: Gadgets 360/Mohit Dawar
Realme 15 Pro Game of Thrones Edition বুধবার ভারতে লঞ্চ হয়েছে। HBO-এর জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'গেম অফ থ্রোনস'-এর সঙ্গে হাত মিলিয়ে বিশেষ সংস্করণটি এনেছে রিয়েলমি। সাধারণ মডেলের মতোই স্পেসিফিকেশন থাকলেও, এতে নজরকাড়া ডিজাইন, রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল, অতিরিক্ত ক্যামেরা ফিল্টার, ও বেশ কিছু কাস্টমাইজেশন রয়েছে। Realme 15 Pro-এর মতো স্পেশাল এডিশনে 80W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি, 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Snapdragon 7 Gen 4 প্রসেসর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 জলরোধী রেটিং, ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ আছে।
রিয়েলমি 15 Pro গেম অফ থ্রোনস এডিশনের ডিজাইন নজর কাড়ছে। এর ড্রাগনফ্লাই ভিগান লেদারের ব্যাক প্যানেলে রঙ পরিবর্তন করার ক্ষমতা আছে। এটি তাপের সংস্পর্শে এলে কালো থেকে ড্রাগনের মুখ দিয়ে বেরেনো আগুনের মতো লাল রঙে বদলে যায়। ব্যবহারকারী চাইলে গরম হাতের স্পর্শে বা এক কাপ গরম জলের ছোঁয়াতেও রঙ পাল্টাতে পারবে।
রঙ পরিবর্তন করার এমন ক্ষমতা স্মার্টফোনটিকে প্রিমিয়াম ও ইউনিক লুক দিয়েছে। ক্যামেরার চারপাশে ড্রাগনের নখের মতো 3D প্রতীক ও মাঝখানে ড্রাগনের চিহ্ন খোদাই করা আছে। সংগ্রহকারীদের কাছে ফোনটি তুলে রাখার মতো। কারণ এর সঙ্গে আইরন থ্রোন স্ট্যান্ড, কিং'স হ্যান্ড সিম পিন, পোস্টকার্ড, স্ক্রোল, ইত্যাদি সামগ্রী দিচ্ছে রিয়েলমি।
Realme Pro Games of Thrones Edition ভারতে 44,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে কোম্পানি 3,000 টাকা ছাড় দেওয়ার ফলে 41,999 টাকায় কেনা যাবে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড মডেলটি জুলাই মাসে 31,999 টাকায় (8 জিবি +128 জিবি) লঞ্চ হয়েছে। এছাড়া, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 33,999 টাকা, 35,999 টাকা ও 38,999 টাকা।
স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 15 প্রো-তে 6.8 ইঞ্চি হাইপারগ্লো AMOLED ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস, 1.5K (2,800 × 1,280 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং মিলবে। সিকিউরিটির জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর দ্বারা পরিচালিত। ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.