Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে

Realme 15 Pro Game of Thrones Edition ভারতে নজরকাড়া ডিজাইন ও রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল সহ লঞ্চ হয়েছে।

Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে

Photo Credit: Gadgets 360/Mohit Dawar

Realme 15 Pro Game of Thrones এডিশনে সাধারণ মডেলের মতোই স্পেসিফিকেশন আছে

হাইলাইট
  • Realme 15 Pro Game of Thrones এডিশনে রঙ পরিবর্তনকারী ব্যাক প্যানেল আছে
  • এটি তাপের সংস্পর্শে কালো থেকে লাল রঙে বদলে যায়
  • ফোনের সঙ্গে সংগ্রহযোগ্য অ্যাক্সেসরিজ দিচ্ছে কোম্পানি
বিজ্ঞাপন

Realme 15 Pro Game of Thrones Edition বুধবার ভারতে লঞ্চ হয়েছে। HBO-এর জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'গেম অফ থ্রোনস'-এর সঙ্গে হাত মিলিয়ে বিশেষ সংস্করণটি এনেছে রিয়েলমি। সাধারণ মডেলের মতোই স্পেসিফিকেশন থাকলেও, এতে নজরকাড়া ডিজাইন, রঙ-পরিবর্তনকারী ব্যাক প্যানেল, অতিরিক্ত ক্যামেরা ফিল্টার, ও বেশ কিছু কাস্টমাইজেশন রয়েছে। Realme 15 Pro-এর মতো স্পেশাল এডিশনে 80W ফাস্ট চার্জিং সহ 7,000mAh ব্যাটারি, 144 হার্টজ AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, Snapdragon 7 Gen 4 প্রসেসর, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 + IP69 জলরোধী রেটিং, ও 512 জিবি অনবোর্ড স্টোরেজ আছে।

Realme 15 Pro Game of Thrones এডিশনের নতুন কী আছে

রিয়েলমি 15 Pro গেম অফ থ্রোনস এডিশনের ডিজাইন নজর কাড়ছে। এর ড্রাগনফ্লাই ভিগান লেদারের ব্যাক প্যানেলে রঙ পরিবর্তন করার ক্ষমতা আছে। এটি তাপের সংস্পর্শে এলে কালো থেকে ড্রাগনের মুখ দিয়ে বেরেনো আগুনের মতো লাল রঙে বদলে যায়। ব্যবহারকারী চাইলে গরম হাতের স্পর্শে বা এক কাপ গরম জলের ছোঁয়াতেও রঙ পাল্টাতে পারবে।

রঙ পরিবর্তন করার এমন ক্ষমতা স্মার্টফোনটিকে প্রিমিয়াম ও ইউনিক লুক দিয়েছে। ক্যামেরার চারপাশে ড্রাগনের নখের মতো 3D প্রতীক ও মাঝখানে ড্রাগনের চিহ্ন খোদাই করা আছে। সংগ্রহকারীদের কাছে ফোনটি তুলে রাখার মতো। কারণ এর সঙ্গে আইরন থ্রোন স্ট্যান্ড, কিং'স হ্যান্ড সিম পিন, পোস্টকার্ড, স্ক্রোল, ইত্যাদি সামগ্রী দিচ্ছে রিয়েলমি।

Realme 15 Pro Game of Thrones Edition দাম ও স্পেসিফিকেশন

Realme Pro Games of Thrones Edition ভারতে 44,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে কোম্পানি 3,000 টাকা ছাড় দেওয়ার ফলে 41,999 টাকায় কেনা যাবে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড মডেলটি জুলাই মাসে 31,999 টাকায় (8 জিবি +128 জিবি) লঞ্চ হয়েছে। এছাড়া, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 33,999 টাকা, 35,999 টাকা ও 38,999 টাকা।

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 15 প্রো-তে 6.8 ইঞ্চি হাইপারগ্লো AMOLED ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট লোকাল পিক ব্রাইটনেস, 1.5K (2,800 × 1,280 পিক্সেল) রেজোলিউশন সমর্থন করে। এতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং মিলবে। সিকিউরিটির জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর দ্বারা পরিচালিত। ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X9-এর নতুন রেড ভেলভেট ভার্সনের সেল শুরু, মিলছে 7,000 টাকা ডিসকাউন্ট
  2. iPhone 16 Pro Max-এর মতো ডিজাইন নিয়ে Realme Narzo 90 Series 5G শীঘ্রই ভারতে আসছে
  3. Starlink ভারতে ইন্টারনেট প্ল্যানের দাম প্রকাশ করল, আনলিমিটেড ডেটার সঙ্গে এক মাস একেবারে ফ্রি
  4. পেন্সিলের থেকেও পাতলা ফোন Motorola Edge 70 ডিসেম্বর 15 ভারতে আসছে, মুগ্ধ হবেন ডিজাইন-ফিচার্সে
  5. Vivo ডিসেম্বরে দু'টি দুর্ধর্ষ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করল, ফিচার্স মনে ঝড় তুলবে
  6. OnePlus-এর ইতিহাসে সবথেকে শক্তিশালী ব্যাটারি-যুক্ত ফোন আসছে ভারতে, পাওয়ার শুনলে চমকে যাবেন
  7. সঞ্চার সাথীর রেশ কাটতেই ফের বিতর্ক, এবার 24 ঘন্টা নাগরিকদের উপর নজরদারির প্রস্তাব
  8. 200 টাকার নিচে দু'টি রিচার্জ প্ল্যান বন্ধ করল Airtel, চাপ বাড়ল গ্রাহকদের
  9. Poco C85 5G বিরাট ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হচ্ছে, চোখ সুস্থ রাখতে বিশেষ ফিচার
  10. 50MP সেলফি ক্যামেরা ও 16GB র‍্যাম সহ আসছে Vivo S50, ডিজাইন দেখলে অবাক হবেন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »