Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 অক্টোবর 2025 12:50 IST
হাইলাইট
  • Realme C85 Pro এলইডি রিং লাইট সহ ডুয়াল ক্যামেরায় সজ্জিত
  • ফাঁস হওয়া ছবিতে তিনটি কালার অপশন দেখা গেছে
  • স্মার্টফোনটি 7,000mAh ব্যাটারির সঙ্গে আসছে

Realme C85 Pro Hands-on Images

Photo Credit: Xpertpick

Realme C85 Pro যে একটি বাজেট স্মার্টফোন হিসেবে বাজারে আসছে, তা আগেই জানা গিয়েছে। আর এখন হ্যান্ডস-অন ইমেজ বা বাস্তব ছবি প্রকাশ্যে এসেছে, যা স্মার্টফোনটির ডিজাইন ও কালার অপশনের ধারণা দিয়েছে। এটি ব্ল্যাক, গ্রিন, এবং পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ হবে। রিয়েলমি C সিরিজের ফোনগুলো যেমন দেখতে হয়, তেমন বক্সি ডিজাইনের সঙ্গে আসছে আসন্ন মডেলটি। Realme C85 Pro-এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 2 দিনের পাওয়ার ব্যাকআপ সহ পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ও IP69 ধুলো এবং জলরোধী রেটিং। ডিভাইসটি 4G ও 5G ভ্যারিয়েন্টে বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Realme C85 Pro ডিজাইন

এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, এক অফলাইন রিটেলার Realme C85 Pro-এর ছবি প্রকাশ করেছে। ফোনটির পিছনে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি কাটআউট আছে। তবে ক্যামেরা দু'টোই থাকবে। এছাড়াও, এলইডি রিং লাইট ও ফ্ল্যাশ ইউনিট পাওয়া যাবে। ক্যামেরা আইল্যান্ডে ম্যাট ফিনিশ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্যানেলের বাকি অংশে মসৃণ টেক্সচার লক্ষ্য করা যায়। ফোনটির পিছনে নিচের বাম দিকের রিয়েলমি লোগো লম্বালম্বি অবস্থিত।

Realme C85 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

কোম্পানি ইতিমধ্যেই ভিয়েতনামে রিয়েলমি সি85 প্রো মডেলটি লঞ্চের ইঙ্গিত দিয়েছে। এটি বিশাল 7,000 এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে চলেছে যা দুই দিনের ব্যাকআপ দিতে সক্ষম হবে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মের লিস্টিং থেকে জানা গেছে, ব্যাটারিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত ফিচার্সও দেওয়া হবে।

Realme C85 Pro-এর ফ্রেম IP69 সার্টিফায়েড হবে। অর্থাৎ জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের প্রোটেকশন মিলবে। এটি সম্পূর্ণরূপে ধুলোরোধী এবং জল ভেতরে প্রবেশ করতে দেবে না। অন্য একটি রিপোর্ট অনুযায়ী, রিয়েলমির আপকামিং ফোনে Snapdragon 685 প্রসেসর, 6.8 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 8 জিবি র‍্যাম, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। তবে এই তথ্য কতটা নির্ভুল তা আমরা যাচাই করিনি।

প্রসঙ্গত, Realme GT 8 এবং Realme GT 8 Pro চীনে এক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে। এই দুই ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি। Pro মডেলটি Ricoh GR ইমেজিং এবং 120x হাইব্রিড জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। Realme GT 8 Pro-এর বড় চমক হল কাস্টমাইজেশন। এর ক্যামেরা ডেকো খুলে আরেকটি ডেকো লাগাতে পারবেন। অর্থাৎ নিজের ইচ্ছামতো ফোনের লুকস বদল করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  2. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
  3. Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং
  4. OnePlus 15 ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 165Hz ডিসপ্লে, 7,300mAh ব্যাটারি
  5. Nothing Phone 3a Lite সস্তায় প্রিমিয়াম ডিজাইন ও সুন্দর ফিচার্সের সঙ্গে লঞ্চ হল
  6. Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম
  7. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  8. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
  9. iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
  10. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.