Realme C85 Pro বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে আসতে চলেছে যা দুই দিনের ব্যাকআপ দেবে।
Photo Credit: Xpertpick
Realme C85 Pro Hands-on Images
Realme C85 Pro যে একটি বাজেট স্মার্টফোন হিসেবে বাজারে আসছে, তা আগেই জানা গিয়েছে। আর এখন হ্যান্ডস-অন ইমেজ বা বাস্তব ছবি প্রকাশ্যে এসেছে, যা স্মার্টফোনটির ডিজাইন ও কালার অপশনের ধারণা দিয়েছে। এটি ব্ল্যাক, গ্রিন, এবং পার্পেল রঙের বিকল্পে উপলব্ধ হবে। রিয়েলমি C সিরিজের ফোনগুলো যেমন দেখতে হয়, তেমন বক্সি ডিজাইনের সঙ্গে আসছে আসন্ন মডেলটি। Realme C85 Pro-এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে 2 দিনের পাওয়ার ব্যাকআপ সহ পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ও IP69 ধুলো এবং জলরোধী রেটিং। ডিভাইসটি 4G ও 5G ভ্যারিয়েন্টে বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এক্সপার্টপিকের রিপোর্ট অনুযায়ী, এক অফলাইন রিটেলার Realme C85 Pro-এর ছবি প্রকাশ করেছে। ফোনটির পিছনে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি কাটআউট আছে। তবে ক্যামেরা দু'টোই থাকবে। এছাড়াও, এলইডি রিং লাইট ও ফ্ল্যাশ ইউনিট পাওয়া যাবে। ক্যামেরা আইল্যান্ডে ম্যাট ফিনিশ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্যানেলের বাকি অংশে মসৃণ টেক্সচার লক্ষ্য করা যায়। ফোনটির পিছনে নিচের বাম দিকের রিয়েলমি লোগো লম্বালম্বি অবস্থিত।
কোম্পানি ইতিমধ্যেই ভিয়েতনামে রিয়েলমি সি85 প্রো মডেলটি লঞ্চের ইঙ্গিত দিয়েছে। এটি বিশাল 7,000 এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে চলেছে যা দুই দিনের ব্যাকআপ দিতে সক্ষম হবে। সার্টিফিকেশন প্ল্যাটফর্মের লিস্টিং থেকে জানা গেছে, ব্যাটারিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-চালিত ফিচার্সও দেওয়া হবে।
Realme C85 Pro-এর ফ্রেম IP69 সার্টিফায়েড হবে। অর্থাৎ জল ও ধুলো থেকে সর্বোচ্চ স্তরের প্রোটেকশন মিলবে। এটি সম্পূর্ণরূপে ধুলোরোধী এবং জল ভেতরে প্রবেশ করতে দেবে না। অন্য একটি রিপোর্ট অনুযায়ী, রিয়েলমির আপকামিং ফোনে Snapdragon 685 প্রসেসর, 6.8 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 8 জিবি র্যাম, 256 জিবি পর্যন্ত স্টোরেজ, ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। তবে এই তথ্য কতটা নির্ভুল তা আমরা যাচাই করিনি।
প্রসঙ্গত, Realme GT 8 এবং Realme GT 8 Pro চীনে এক সপ্তাহ আগে লঞ্চ হয়েছে। এই দুই ফ্ল্যাগশিপ ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 7,000mAh ব্যাটারি। Pro মডেলটি Ricoh GR ইমেজিং এবং 120x হাইব্রিড জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। Realme GT 8 Pro-এর বড় চমক হল কাস্টমাইজেশন। এর ক্যামেরা ডেকো খুলে আরেকটি ডেকো লাগাতে পারবেন। অর্থাৎ নিজের ইচ্ছামতো ফোনের লুকস বদল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন