লঞ্চের আগেই ফাঁস হয়ে গেলো Realme GT 7T ফোনটির বেশ কিছু রেন্ডার

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 21 মে 2025 11:01 IST
হাইলাইট
  • Realme GT 7T-ফোনটিতে একটি 7000mAh ব্যাটারী থাকতে পারে
  • ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা নিয়ে আসতে পারে
  • হ্যান্ডসেটটিকে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হতে পারে

Realme GT 7T এর সাথেই উন্মোচন করা হবে Realme GT 7

Photo Credit: Realme

Realme GT 7T ফোনটি ভারত সহ বিশ্বের অন্যান্য বাজারে আগামী 27সে মে লঞ্চ হওয়ার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত। তবে ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের আগেই কিছু রেন্ডারের মাধ্যমে হ্যান্ডসেটটির ডিজাইন অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হওয়া রেন্ডারগুলিতে আসন্ন ফোনটিকে বিভিন্ন রঙের বিবরণের সাথে এক ঝলক দেখা যাচ্ছে। টিপ করা হয়েছে যে, Realme GT 7T-ফোনটিতে একটি 6.8-ইঞ্চির ডিসপ্লে আছে, যেটির রিফ্রেশ-রেট 120Hz। এটি MediaTek Dimensity 8400 Max প্রসেসর পাবে। হ্যান্ডসেটটিতে 120W তারযুক্ত চার্জিং ব্যবস্থা সমর্থিত একটি 7000mAh ব্যাটারী দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Realme GT 7T-এর ফাঁস হওয়া ডিজাইন:

টিপস্টার Sudhanshu Ambhore (@Sudhanshu1414) X-এর মাধ্যমে Realme GT 7T-ফোনটির একটি ইমেজ শেয়ার করেছেন। সমস্তদিক থেকে তারা ফোনটিকে কালো, নীল এবং হলুদ রঙের বিকল্পের সাথে দেখিয়েছে। একটু স্পোর্টি লুক দেওয়ার জন্য হলুদ রঙের বিকল্পটির পিছনের প্যানেলে কালো স্ট্রিপ দেওয়া হয়েছে বলে দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটির কার্ভ্ড ক্যামেরা মডিউলটি দুটি সেন্সর এবং একটি গোলাকার LED ফ্ল্যাশ লাইট দ্বারা সজ্জিত। পাতলা কাঠামো যুক্ত ফোনটির ডিসপ্লের উপরের মধ্যের অংশে একটি হোল-পাঞ্চ স্লট আছে।

এছাড়াও পূর্বের বেশ কিছু গুজবের সাথে মিল রেখে, এই পোস্টে Realme GT 7T ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক Realme UI 6.0 দ্বারা চালিত হবে বলে আশা করা যাচ্ছে। বলা হয়েছে যে, ফোনটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.8 ইঞ্চির (1280×2800 পিক্সেল) AMOLED ডিসপ্লে থাকবে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8400 Max চিপসেট পেতে পারে।

ক্যামেরার দিক থেকে মনে করা হচ্ছে, এটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ পাবে। যার মধ্যে প্রধান ক্যামেরাটি OIS এবং f/1.8 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেলের এবং দ্বিতীয় সেন্সরটি f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। সেলফির জন্য ফোনটিতে f/2.4 অ্যাপারচার সহ একটি 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। Realme GT 7T ফোনটিতে সম্ভবত IP68 রেটিং যুক্ত করা হবে।

বলা হয়েছে যে, সংযোগের জন্য Realme GT 7T ফোনটিতে ব্লুটুথ 6.0, NFC, USB Type-C-পোর্ট এবং WiFi 6 দেওয়া হবে। এটির পরিমাপ 162.42×75.97×8.25 মিমি এবং ওজন 202 গ্রাম হতে পারে। অন্যদিকে ইতিমধ্যেই Realme কোম্পানি জানিয়েছে যে তাদের Realme GT 7T ফোনটি 120W তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 7000mAh ব্যাটারী দ্বারা চালিত হবে।

Realme GT 7T ফোনটি আগামী 27 সে মে ভারত সহ বিশ্বের কিছু বাছাই করা বাজারে উন্মোচিত হতে চলেছে। এটিকে Realme GT 7 ফোনটির সাথে ঘোষণা করা হতে পারে। কোম্পানির উভয় ফোনই অ্যামাজন এবং Realme ইন্ডিয়া ই-স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 200 মেগাপিক্সেলের দুর্ধর্ষ ফোন আনছে Xiaomi, কবে লঞ্চ হতে পারে জেনে নিন
  2. 200MP ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি সহ ঝড় তুলতে আসছে Oppo Reno 15 Pro Max
  3. Samsung Galaxy M17 5G মাত্র 12,499 টাকায় লঞ্চ হল, দাম কম হলেও ক্যামেরা অসাধারণ
  4. অবশেষে Google Pixel 10 Pro Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  5. Flipkart Diwali Sale 2025: মধ্যবিত্তরাও কিনতে পারবে, 4,000 টাকা ছাড় এই দুর্দান্ত 5G ফোনে
  6. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  7. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  8. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  9. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  10. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.