Photo Credit: Realme
খুব তাড়াতাড়িই ভারতে Realme কোম্পানির নতুন হ্যান্ডসেট Realme GT 7 আসতে চলেছে
ভারত সহ বিশ্বের বাজারে 27 মে Realme GT 7 ফোনটি লঞ্চ করা হবে। এই নতুন স্মার্টফোনটিতে 120W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত, একটি 7000mAh ব্যাটারী থাকবে। সম্প্রতি কোম্পানির তরফে এই আসন্ন হ্যান্ডসেটটির চিপসেট সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে এবং ডিসপ্লের ফিচারগুলো টিজ করেছে। এই হ্যান্ডসেটটির সাথেই Realme GT 7T ফোনটিও লঞ্চ করা হবে। চীনের বাজারে এই Realme GT 7 ফোনটি চলতি বছরে MediaTek Dimensity 9400+ SoC এবং 100W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থা সমর্থিত 7200mAh ব্যাটারীর সাথে উন্মোচিত হয়েছে।
কোম্পানীর তরফে একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে, Realme GT 7 ফোনটি MediaTek Dimensity 9400e চিপসেট দিয়ে চলবে। এই চিপসেটটি X4 প্রাইম-কোর ব্যবহার করবে এবং সাথেই এই দাবিও করা হয়েছে যে, এই একই প্রক্রিয়ায় Snapdragon 8 Gen 3 SoC তৈরী হয়েছে। ফোনটি 2.45 মিলিয়ন AnTuTu স্কোর পাওয়ার করার দাবি করেছে।
Realme বলেছে যে, GT 7 ফোনটিতে ছয় ঘণ্টা একটানা গেম খেলার জন্য একটি ডেডিকেটেড GT বুস্ট মোড এবং একটি স্টেবল 120FPS এ BGMI সমর্থন করার সুবিধা দেওয়া হয়েছে। এই ফোনটিতে "মিলি সেকেন্ড-স্তরের কার্যক্ষমতা বণ্টন" করার ব্যবস্থা আছে। পাশাপাশিই এটি "কম ব্যাটারী ব্যবহার করে, সাবলীল ভাবে, সরল গেমপ্লে ও উন্নত তাপ নিয়ন্ত্রণ" করার সুবিধা দেবে বলে দাবি করেছে।
Realme GT 7-এর অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন ফোনের ডিসপ্লেটি সর্বোচ্চ 6000নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করার ক্ষমতার কথা বলা হয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা ভালো এর চিনা বিকল্পটিতে একটি 6.78-ইঞ্চির 144Hz Full-HD+ OLED ডিসপ্লে দেওয়া আছে, যেটি সর্বোচ্চ 6500 নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়।
এই Realme GT 7 ফোনটিতে একটি 10% সিলিকন অ্যানোড 7000mAh ব্যাটারী থাকার সম্ভবনা আছে, যেটি 120W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে এবং এটি ফোনটিকে মাত্র 15 মিনিটে 1 থেকে 50% চার্জ করার ক্ষমতা রাখে বলে দাবি করেছে। পাশাপাশি এটি 7.5W বিপরীত চার্জিং ব্যবস্থাকেও সমর্থন করবে। এই ফোনটিতে একটি বিশেষ ব্যাটারি-কেন্দ্রিক চিপ থাকবে বলে জানতে পাওয়া গেছে, যেজন্য 95% পর্যন্ত অতিরিক্ত কম তাপমাত্রা এবং তিন গুণ পর্যন্ত ব্যাটারির আয়ু বাড়ানোর ক্ষেত্রে সাহায্য পাওয়া যাবে।
Realme GT 7 হ্যান্ডসেটটি আইস-সেন্স-ব্ল্যাক, আইস-সেন্স-ব্লু রঙে বাজারে আসতে পারে। তাপ নিয়ন্ত্রণের জন্য ফোনটিতে আইস-সেন্স-গ্রাফিন প্রযুক্তির সমর্থন থাকতে পারে। Realme GT 7T ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হলুদ রঙে বাজারে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন