লঞ্চের আগেই প্রকাশ করা হলো Realme GT 7 ফোনটির ব্যাটারী সহ বিভিন্ন ফিচার

বেশ কিছু নতুন আকর্ষণীয় রঙে Realme-কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটিকে কিনতে পাওয়া যাবে

লঞ্চের আগেই প্রকাশ করা হলো  Realme GT 7 ফোনটির ব্যাটারী সহ বিভিন্ন ফিচার

Photo Credit: Realme

খুব তাড়াতাড়িই ভারতে Realme কোম্পানির নতুন হ্যান্ডসেট Realme GT 7 আসতে চলেছে

হাইলাইট
  • Realme GT 7 ফোনটিতে একটি 10% সিলিকন অ্যানোড দিয়ে তৈরি 7000mAh ব্যাটারী
  • হ্যান্ডসেটটি 120W তারযুক্ত এবং 7.5W বিপরীত দিকের চার্জিং ব্যবস্থাকে সমর
  • ফোনটি আইস-সেন্স গ্রাফিন প্রযুক্তি নিয়ে আসতে পারে
বিজ্ঞাপন

ভারত সহ বিশ্বের বাজারে 27 মে Realme GT 7 ফোনটি লঞ্চ করা হবে। এই নতুন স্মার্টফোনটিতে 120W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত, একটি 7000mAh ব্যাটারী থাকবে। সম্প্রতি কোম্পানির তরফে এই আসন্ন হ্যান্ডসেটটির চিপসেট সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করেছে এবং ডিসপ্লের ফিচারগুলো টিজ করেছে। এই হ্যান্ডসেটটির সাথেই Realme GT 7T ফোনটিও লঞ্চ করা হবে। চীনের বাজারে এই Realme GT 7 ফোনটি চলতি বছরে MediaTek Dimensity 9400+ SoC এবং 100W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থা সমর্থিত 7200mAh ব্যাটারীর সাথে উন্মোচিত হয়েছে।

Realme GT 7 ফোনটির চিপসেট এবং অন্যান্য ফিচার:

কোম্পানীর তরফে একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে, Realme GT 7 ফোনটি MediaTek Dimensity 9400e চিপসেট দিয়ে চলবে। এই চিপসেটটি X4 প্রাইম-কোর ব্যবহার করবে এবং সাথেই এই দাবিও করা হয়েছে যে, এই একই প্রক্রিয়ায় Snapdragon 8 Gen 3 SoC তৈরী হয়েছে। ফোনটি 2.45 মিলিয়ন AnTuTu স্কোর পাওয়ার করার দাবি করেছে।

Realme বলেছে যে, GT 7 ফোনটিতে ছয় ঘণ্টা একটানা গেম খেলার জন্য একটি ডেডিকেটেড GT বুস্ট মোড এবং একটি স্টেবল 120FPS এ BGMI সমর্থন করার সুবিধা দেওয়া হয়েছে। এই ফোনটিতে "মিলি সেকেন্ড-স্তরের কার্যক্ষমতা বণ্টন" করার ব্যবস্থা আছে। পাশাপাশিই এটি "কম ব্যাটারী ব্যবহার করে, সাবলীল ভাবে, সরল গেমপ্লে ও উন্নত তাপ নিয়ন্ত্রণ" করার সুবিধা দেবে বলে দাবি করেছে।

Realme GT 7-এর অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন ফোনের ডিসপ্লেটি সর্বোচ্চ 6000নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করার ক্ষমতার কথা বলা হয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা ভালো এর চিনা বিকল্পটিতে একটি 6.78-ইঞ্চির 144Hz Full-HD+ OLED ডিসপ্লে দেওয়া আছে, যেটি সর্বোচ্চ 6500 নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়।

এই Realme GT 7 ফোনটিতে একটি 10% সিলিকন অ্যানোড 7000mAh ব্যাটারী থাকার সম্ভবনা আছে, যেটি 120W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে এবং এটি ফোনটিকে মাত্র 15 মিনিটে 1 থেকে 50% চার্জ করার ক্ষমতা রাখে বলে দাবি করেছে। পাশাপাশি এটি 7.5W বিপরীত চার্জিং ব্যবস্থাকেও সমর্থন করবে। এই ফোনটিতে একটি বিশেষ ব্যাটারি-কেন্দ্রিক চিপ থাকবে বলে জানতে পাওয়া গেছে, যেজন্য 95% পর্যন্ত অতিরিক্ত কম তাপমাত্রা এবং তিন গুণ পর্যন্ত ব্যাটারির আয়ু বাড়ানোর ক্ষেত্রে সাহায্য পাওয়া যাবে।

Realme GT 7 হ্যান্ডসেটটি আইস-সেন্স-ব্ল্যাক, আইস-সেন্স-ব্লু রঙে বাজারে আসতে পারে। তাপ নিয়ন্ত্রণের জন্য ফোনটিতে আইস-সেন্স-গ্রাফিন প্রযুক্তির সমর্থন থাকতে পারে। Realme GT 7T ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হলুদ রঙে বাজারে আসতে পারে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »