বুধবার ভারতে আসছে Redmi K20 আর Redmi K20 Pro। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল এই দুই স্মার্টফোন। এই দুই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। Redmi K20 Pro ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ Snapdragon 855 চিপসেট। অন্যদিকে Redmi K20 ফোনে রয়েছে মিডরেঞ্জ Snapdragon 730 চিপসেট। দুটি ফোনের পছনেই থাকছে তিনটি করে ক্যামেরা।
নতুন দিল্লিতে বুধবার সকাল 11 টা 30 মিনিটে Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চ ইভেন্ট শুরু হবে। Mi.com ওয়েসাইট থেকে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে। এছাড়াও কোম্পানির YouTube ও Facebook এর মতো শোশয়াল প্ল্যাটফর্ম থেকে সতাসরি দেখা যাবে এই ইভেন্ট। নীচে প্লে বাটনে ক্লিক করে Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চ ইভেন্ট সরাসরি দেখতে পাবেন।
ভারতে Redmi K20 Pro আর Redmi K20 ফোনের দাম লঞ্চের সময় প্রকাশিত হবে। চিনে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Redmi K20 ফোনে Redmi K20 Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Redmi K20 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন