ভারতের Redmi K20 Pro গ্রাহকরা MIUI 10.4.8 স্টেবেল আপডেটের হাত ধরে Android 10 আপডেট ইনস্টল করতে পারবেন। নতুন অপারেটিং সিস্টেমের সাথেই যোগ হয়েছে নতুন ফুল স্ক্রিন জেসচার।
Redmi K20 Pro Premium Edition লঞ্চ করল Xiaomi। নতুন ভেরিয়েন্টে থাকছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ। তিনটি মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
বৃহস্পতিবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K20 Pro। নতুন ভেরিয়েন্টে থাকবে 12GB RAM আর 512GB স্টোরেজ। ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi K20 Pro ফোনের নতুন ভেরিয়েন্টে Snapdragon 855+ চিপসেট থাকছে।
Redmi K20 Pro ফোনে Android 10 আপডেট পৌঁছাতে শুরু করেছে। Xiaomi জানিয়েছে যে সব Redmi K20 Pro গ্রাহকরা বিটা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন শুরুতে সেই গ্রাহকের ফোনে এই স্টেবেল আপডেট পৌঁছাবে।
Redmi K20 আর Redmi K20 Pro ফোনেই রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে, পপ-আপ সেলফি ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট আর 27W ফাস্ট চার্জ।
Redmi K20 Pro এর এই স্পেশাল এডিশনের মূল্য 4,80,000 টাকা। একই সাথে এই ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে সোনায় মোড়া Redmi K20 Pro আর হীরে দিয়ে ‘K’ অক্ষর লেখা দেখা গইএছে।