Redmi শ্যাম্পেনে ডুবিয়ে সোনালী রঙের মোড়কে দমদার 5G স্মার্টফোন লঞ্চ করল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 1 জুলাই 2025 19:19 IST
হাইলাইট
  • Redmi Note 14 Pro 5G সিরিজের নতুন শ্যাম্পেন গোল্ড কালার অপশন লঞ্চ হয়েছে
  • এই ফোনগুলি Android 15-নির্ভর HyperOS কাস্টম স্কিনে চলে
  • প্রতিটি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

Redmi Note 14 Pro সিরিজ শ্যাম্পেন গোল্ড কালারে লঞ্চ হয়েছে

Photo Credit: Redmi

Xiaomi ভারতে Redmi Note 14 Pro+ 5G এবং Redmi Note 14 Pro 5G এর একটি নতুন রঙের ভেরিয়েন্ট লঞ্চ করেছে। নয়া এই এডিশনে সুন্দর দেখতে সোনালী রঙ ব্যবহার করা হয়েছে। গালভরা একটি নামও দিয়েছে কোম্পানি — শ্যাম্পেন গোল্ড (Champagne Gold)। Redmi Note 14 Pro 5G সিরিজ গত বছরের ডিসেম্বরে স্পেকটার ব্লু, ফ্যান্টম পার্পেল আর টাইটান ব্ল্যাক কালার অপশনে ভারতে লঞ্চ করা হয়েছিল। কিছুটা পুরানো হয়ে যাওয়া ফোন নতুন মোড়কে উপস্থাপন করতেই এই পদক্ষেপ নিয়েছে শাওমি। নয়া রঙ যুক্ত করা ছাড়া, Redmi Note 14 Pro+ 5G ও Redmi Note 14 Pro 5G এর দাম বা ফিচার্সে কোনো পরিবর্তন নেই।

ভারতে Redmi Note 14 Pro 5G সিরিজের Champagne Gold কালার ভ্যারিয়েন্টের দাম

Redmi Note 14 Pro+ 5G এবং Redmi Note 14 Pro 5G মডেল দুটির নতুন শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্ট বর্তমানে ভারতে বিক্রির জন্য উপলব্ধ। Amazon, Flipkart, Mi.com ওয়েবসাইট এবং শাওমির অনুমোদিত দোকান থেকে কেনা যাবে। Redmi Note 14 Pro+ 5G এর শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্টের 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের দাম 27,999 টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ কনফিগারেশনের জন্য যথাক্রমে 29,999 টাকা এবং 32,999 টাকা খরচ করতে হবে।

অন্যদিকে, শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্টে Redmi Note 14 Pro 5G এর 8GB RAM + 128GB মডেলের দাম 22,999 টাকা। আর 8GB RAM + 256GB ভার্সনের মূল্য 24,999 টাকা। রেডমি নির্দিষ্ট ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, নয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনও রয়েছে।

Redmi Note 14 Pro+ 5G, Redmi Note 14 Pro 5G স্পেসিফিকেশন

Redmi Note 14 Pro+ 5G এবং Redmi Note 14 Pro 5G অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Xiaomi HyperOS 2 সফটওয়্যারে রান করে ও চার বছরের সফটওয়্যার আপডেটের গ্যারান্টি দেওয়া হয়েছে। ফোনগুলিতে 6.67-ইঞ্চি 1.5K (1,220x2,712 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 3,000 নিট ও রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত। Note 14 Pro+ 5G চলে Snapdragon 7s Gen 3 চিপসেটে, যেখানে Note 14 Pro 5G-তে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর রয়েছে।

জল ও ধুলো প্রতিরোধের জন্য উভয় স্মার্টফোনে IP68 রেটিং বর্তমান। ফটোগ্রাফির জন্য, ফোনগুলির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিয়ো চ্যাট করতে, সামনে 20 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। Redmi Note 14 Pro+ 5G ফোনটিতে 90W ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,200 এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে Note 14 Pro 5G মডেলটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি অফার করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid design
  • Excellent Display
  • Decent Cameras
  • Capable performance
  • Battery monster
  • Bad
  • Slippery back panel
  • The 3+4 software update cycle seems on the lower side
  • Some AI features are a hit and a miss
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 7s Gen 3
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6200mAh
OS Android 14
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Glyph Matrix-এর সাথে লঞ্চ হল Nothing Phone 3, এমন স্টাইলের ফোন বিশ্বে প্রথম!
  2. Redmi শ্যাম্পেনে ডুবিয়ে সোনালী রঙের মোড়কে দমদার 5G স্মার্টফোন লঞ্চ করল
  3. Nothing Phone 3 অপেক্ষার অবসান ঘটিয়ে আজ লঞ্চ হবে, দাম-ফিচার্স কেমন হবে দেখুন
  4. Moto G96 5G দেশে 9 জুলাই লঞ্চ হচ্ছে, পাবেন 5,500mAh ব্যাটারি ও Sony OIS ক্যামেরা
  5. রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল
  6. Best Gaming Phones Under Rs. 30,000: 30,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন
  7. Sony, Samsung-এর সেন্সর বাদ, ক্যামেরার গুণমান বাড়াতে বিরাট সিদ্ধান্ত নিচ্ছে Xiaomi
  8. Samsung Galaxy M36 5G দারুণ ফিচার্স নিয়ে লঞ্চ হল, 6,500 টাকা ছাড়ে বিক্রি হবে!
  9. Realme 15 5G এবং Realme 15 Pro 5G দুর্ধর্ষ AI ক্যামেরার সাথে শীঘ্রই দেশে লঞ্চ হবে
  10. দাম মাত্র 5,000 টাকা, AI+ স্মার্টফোনের হাত ধরে দেশের বাজারে বিপ্লব ঘটাবে রিয়েলমির প্রাক্তন CEO-র সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.