Redmi Note 14 Pro সিরিজ শ্যাম্পেন গোল্ড কালারে লঞ্চ হয়েছে
Photo Credit: Redmi
Xiaomi ভারতে Redmi Note 14 Pro+ 5G এবং Redmi Note 14 Pro 5G এর একটি নতুন রঙের ভেরিয়েন্ট লঞ্চ করেছে। নয়া এই এডিশনে সুন্দর দেখতে সোনালী রঙ ব্যবহার করা হয়েছে। গালভরা একটি নামও দিয়েছে কোম্পানি — শ্যাম্পেন গোল্ড (Champagne Gold)। Redmi Note 14 Pro 5G সিরিজ গত বছরের ডিসেম্বরে স্পেকটার ব্লু, ফ্যান্টম পার্পেল আর টাইটান ব্ল্যাক কালার অপশনে ভারতে লঞ্চ করা হয়েছিল। কিছুটা পুরানো হয়ে যাওয়া ফোন নতুন মোড়কে উপস্থাপন করতেই এই পদক্ষেপ নিয়েছে শাওমি। নয়া রঙ যুক্ত করা ছাড়া, Redmi Note 14 Pro+ 5G ও Redmi Note 14 Pro 5G এর দাম বা ফিচার্সে কোনো পরিবর্তন নেই।
Redmi Note 14 Pro+ 5G এবং Redmi Note 14 Pro 5G মডেল দুটির নতুন শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্ট বর্তমানে ভারতে বিক্রির জন্য উপলব্ধ। Amazon, Flipkart, Mi.com ওয়েবসাইট এবং শাওমির অনুমোদিত দোকান থেকে কেনা যাবে। Redmi Note 14 Pro+ 5G এর শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্টের 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের দাম 27,999 টাকা। আর 8GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ কনফিগারেশনের জন্য যথাক্রমে 29,999 টাকা এবং 32,999 টাকা খরচ করতে হবে।
অন্যদিকে, শ্যাম্পেন গোল্ড কালার ভেরিয়েন্টে Redmi Note 14 Pro 5G এর 8GB RAM + 128GB মডেলের দাম 22,999 টাকা। আর 8GB RAM + 256GB ভার্সনের মূল্য 24,999 টাকা। রেডমি নির্দিষ্ট ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, নয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনও রয়েছে।
Redmi Note 14 Pro+ 5G এবং Redmi Note 14 Pro 5G অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Xiaomi HyperOS 2 সফটওয়্যারে রান করে ও চার বছরের সফটওয়্যার আপডেটের গ্যারান্টি দেওয়া হয়েছে। ফোনগুলিতে 6.67-ইঞ্চি 1.5K (1,220x2,712 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 3,000 নিট ও রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত। Note 14 Pro+ 5G চলে Snapdragon 7s Gen 3 চিপসেটে, যেখানে Note 14 Pro 5G-তে MediaTek Dimensity 7300 Ultra প্রসেসর রয়েছে।
জল ও ধুলো প্রতিরোধের জন্য উভয় স্মার্টফোনে IP68 রেটিং বর্তমান। ফটোগ্রাফির জন্য, ফোনগুলির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিয়ো চ্যাট করতে, সামনে 20 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। Redmi Note 14 Pro+ 5G ফোনটিতে 90W ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,200 এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে Note 14 Pro 5G মডেলটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.