Redmi 15 5G, Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G, ও Redmi 14C 5G ফোনগুলির দামে কমবে দিওয়ালি উইথ Xiaomi সেলে।
Photo Credit: Redmi
Redmi 15 5G এর মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি
পুজো উপলক্ষে 'Diwali With Xiaomi' সেলের ঘোষণা করল শাওমি। এই শপিং ইভেন্টে সংস্থার বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন আকর্ষণীয় ছাড়ে কিনতে পারবে আমজনতা। উৎসবের আমেজে কেনাকাটা করতে ভালবাসে সাধারণ মানুষ। অনলাইনে ছাড় থাকে বলে ই-কমার্স সাইটগুলিতে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কেনার ধুম পড়ে যায়। Flipkart বিগ বিলিয়ন ডেজ এবং Amazon Great Indian Festival সেলের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তাই Xiaomi নিজেদের মতো করে সেলের আয়োজন করেছে। নতুন লঞ্চ হওয়া Redmi 15 5G ছাড়াও, Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G এবং Redmi 14C 5G ফোনগুলির দামে কমবে। আবার Redmi Buds 5C ইয়ারফোনটিও তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে।
রেডমি তাদের X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দিওয়ালি উইথ শাওমি সেলে কোন কোন ফোন কতটা ছাড়ে পাওয়া যাবে, তা তালিকার মাধ্যমে প্রকাশ করেছে। Redmi 15 5G এর দাম শুরু হবে 14,999 টাকা থেকে, যেখানে ফোনটির আসল দাম 16,999 টাকা। শাওমির সেল ইভেন্টের জন্য একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে।
দিওয়ালি উইথ শাওমি সেলে Redmi Note 14 Pro 5G 5G এবং Note 14 Pro+ 5G যথাক্রমে 20,999 টাকা ও 24,999 টাকা মূল্যে পাওয়া যাবে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এখন স্মার্টফোন দু'টির দাম ভারতে যথাক্রমে 24,999 টাকা ও 30,999 টাকা। Redmi 14C 5G মডেলটি 1,000 টাকা ছাড়ে 8,999 টাকায় পাওয়া যাবে। এটি কিনতে সাধারণত 9,999 টাকা খরচ হয়।
কোম্পানি আরও জানিয়েছে, সেল চলাকালীন Redmi Buds 5C এর দাম 1,999 টাকা থেকে কমে 1,799 টাকায় পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও Amazon এর মাধ্যমে Redmi 15 5G কিনতে পারবেন। উপরে উল্লিখিত দুটি ওয়েবসাইট ছাড়াও, Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G, Redmi 14C 5G, ও Buds 5C ফ্লিপকার্টে পাওয়া যাবে। তবে সেল কবে থেকে শুরু হবে তা এখনও জানায়নি শাওমি।
প্রসঙ্গত, 15,000 টাকার মধ্যে Redmi 15 5G ব্র্যান্ডের একমাত্র মডেল, যা 7,000 এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং 6.9 ইঞ্চি ডিসপ্লে অফার করে। ফোনটি একটি পাওয়ার ব্যাংকের মতোও ব্যবহার করা যাবে। কারণ, এটি রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোন থেকেই স্মার্টওয়াচ বা ব্লুটুথ ইয়ারফোনের মতো ছোট ডিভাইস চার্জ করতে পারবেন।
হ্যান্ডসেটটির 7,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে গুগলের সার্কেল টু সার্চ, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স বডি, ইনফ্রারেড (IR) ব্লাস্টার, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও 200 শতাংশ ভলিউম সহ ডলবি সার্টিফায়েড স্পিকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন