Redmi Note 14 SE 5G ট্রিপল ক্যামেরার সাথে আসছে
Photo Credit: Redmi
Redmi Note 14 SE 5G সামনের সপ্তাহে ভারতে আসতে চলেছে। সম্প্রতি শাওমি দেশে এগারো বছর পূর্ণ করেছে। 2014 সালের জুলাইয়ে চাইনিজ ব্র্যান্ডটির প্রথম ফোন, Mi 3 ভারতে এসেছিল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটা সময় এ দেশের নম্বর ওয়ান স্মার্টফোন কোম্পানির খেতাব দখল করলেও, এখন প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে তারা। তাই হারানো স্থান পুনরুদ্ধার করতে Redmi Note সিরিজের নতুন মডেলটি জুলাইয়ের শেষে লঞ্চ হচ্ছে। Redmi Note 14 SE 5G 'কিলার প্রাইস' মানে খুব কম বা আকর্ষণীয় দামে আসবে বলে জানিয়েছে রেডমি। ডিজাইন যেমন স্টাইলিশ হবে, তেমনই ডিসপ্লে থেকে শুরু করে পারফরম্যান্স, সাউন্ড, এবং ক্যামেরায় চমক থাকবে।
রেডমি ইন্ডিয়া তাদের X (সাবেক টুইটার) প্রোফাইলের মাধ্যমে Redmi Note 14 SE 5G লঞ্চের ঘোষণা করেছে। এটি জুলাই 28 ভারতে রিলিজ হবে। শাওমির সাব ব্র্যান্ডটি ফোনটির প্রচারে 'কিলার' শব্দটি ব্যবহার করেছে। উল্লেখ্য, এটি Redmi Note 14 সিরিজের চতুর্থ মডেল হবে। বর্তমানে এই লাইনআপে Redmi Note 14 5G, Note 14 Pro 5G, ও Note 14 Pro+ 5G বিক্রি হচ্ছে। দাম যথাক্রমে 17,999 টাকা, 23,999 টাকা, এবং 29,999 টাকা।
Redmi Note 14 SE এর একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হয়েছে। লিস্টিং থেকে ফোনটির একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে বলে জানা গিয়েছে। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর হবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থন করে। এর ফলে, ছবি অস্পষ্ট ও ঝাপসা হওয়া থেকে মুক্ত থাকে। এটি কম আলোতে উজ্জ্বল ছবি তুলতে সক্ষম।
রেডমি নোট 14 এসই ফোনটিতে 5,110mAh ব্যাটারি থাকবে যা TurboCharge ফাস্ট চার্জিং সমর্থন করবে। ব্যাটারিটি চার বছর পর্যন্ত পুরোদমে কাজ করবে বলে জানানো হয়েছে। ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যার ভলিউম 300 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যাবে। সঙ্গে Dolby Atmos সাপোর্ট উপলব্ধ।
Redmi Note 14 SE এর সামনে AMOLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ ও পিক ব্রাইটনেস 2,100 নিট। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনও পাওয়া যাবে। এটি MediaTek Dimensity 7025 Ultra প্রসেসরে চলবে। ফোনটিতে 16 জিবি পর্যন্ত RAM (ভার্চুয়াল RAM ধরে) থাকবে। হ্যান্ডসেটটির অন্যান্য তথ্য এই সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.