Redmi Note 14 SE 5G ফোনে 2.5 গিগাহার্টজের MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর আছে।
Photo Credit: Redmi
Redmi Note 14 SE 5G মিস্টিক হোয়াইট, ক্রিমসন আর্ট, ও টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।
Redmi Note 14 SE 5G সোমবার ভারতে লঞ্চ হল। শাওমির 15তম জন্মদিন ও ভারতে তাদের ব্যবসার 11 বছর পূর্তি উপলক্ষ্যে নতুন স্মার্টফোনটির আগমন ঘটেছে। কোম্পানি দাবি করেছে, এটি Redmi Note 14 সিরিজের নবীনতম ও সবচেয়ে ভ্যালু-ফর-মানি মডেল। বিনোদনের জন্য বেস্ট-ইন-ক্লাস ফিচার্স এবং অপারেজয় দামে লঞ্চ হয়েছে, যা শাওমির ভক্তদের পাশাপাশি নতুন ক্রেতাদের আনন্দিত করবে। Redmi Note 14 SE এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 2,100 নিট পিক ব্রাইটনেসের AMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass 5 প্রোটেকশন, Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার, 45W ফাস্ট চার্জিং, Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, IP65 ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্স, ইত্যাদি।
Redmi Note 14 SE 5G ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এর ফলে, 13,999 টাকায় কিনতে পারবেন। ফোনটি মিস্টিক হোয়াইট, ক্রিমসন আর্ট, ও টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, Mi.com, এবং শাওমির রিটেল স্টোরগুলির মাধ্যমে আগস্ট 7 থেকে বিক্রি শুরু হবে।
Redmi Note 14 SE 5G এর সামনে কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,100 নিট পিক ব্রাইটনেস, HDR10+, FHD+ রেজোলিউশন (2,400 x 1,080 পিক্সেল) এবং 100 শতাংশ DCI-P3 কালার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটি 2.5 গিগাহার্টজের অক্টা-কোর MediaTek Dimensity 7025 Ultra প্রসেসর দ্বারা চালিত।
ছবি ও ভিডিয়ো তোলার জন্য, রেডমি নোট 14 এসই 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের Sony LYT 600 প্রাইমারি সেন্সর আছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS, f/1.5 অ্যাপারচার, ও ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অফার করে। অন্য দুই রিয়ার ক্যামেরা হল 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর৷ সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
রেডমির নতুন ফোনটি Android 15 নির্ভর Xiaomi HyperOS কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,110mAh লিথিয়িম-আয়ন পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, 4G, Wi-Fi, Bluetooth, GPS, একটি 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট। জল ও ধুলো থেকে বাঁচাবে IP64 রেটিং। Redmi Note 14 SE 5G ফোনটি 7.99 মিমি স্লিম এবং ওজন প্রায় 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন